ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুরু হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন কিংবা এয়ার কন্ডিশনার ক্রয়ে থাকছে বাড়িভর্তি নির্দিষ্ট মডেলের ১০১টি ফ্রি পণ্য, এক লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুবিধা। এছাড়াও রয়েছে নিশ্চিত লক্ষ লক্ষ উপহার। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত ক্রেতারা এসব সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৬টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৭ শুরু করলো ওয়ালটন।

বুধবার (১ মার্চ, ২০২৩) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭’ এর উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইভা রিজওয়ানা নিলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান, ডিএমডি নজরুল ইসলাম সরকার ও এমদাদুল হক সরকার, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডিএমডি মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তানভীর রহমান, আমিন খান, ড. মো. সাখাওয়াৎ হোসেন, সোহেল রানা, ফিরোজ আলম, আরিফুল আম্বিয়া, আল ইমরান ও তোফায়েল আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজাদা সেলিম ও দিদারুল আলম খান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও এসি কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশভাউচার কিংবা উপহারের এসএমএস যাচ্ছে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে তা বুঝিয়ে দিচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

আইএমএফ ধরা দিচ্ছে না পাকিস্তানের কাছে!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইএমএফ যেন ধরা দিচ্ছে না পাকিস্তানের কাছে। এবার পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় অগ্রাধিকার পরিবর্তন করেছে তারা। তাতে আলোচনা আবার ঝুলে গেছে, অর্থাৎ কর্মী পর্যায়ের ঐকমত্য আবারও পিছিয়ে যাচ্ছে। খবর দ্য ডনের।

পাকিস্তানের আবা আলি হাবিব সিকিউরিটিজের গবেষণা প্রধান সালমান নাকভী বলেন, ‘শেয়ার সূচক পতনের মূল কারণ হলো, আইএমএফের সঙ্গে কর্মী পর্যায়ের বৈঠক না হওয়া, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না যে আগামী কয়েক দিনের মধ্যে তা হবে’।

আইএমএফ এখন চাচ্ছে, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক যেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত নীতি সুদহার বৃদ্ধি করে। এ ছাড়া অন্যান্য যেসব বিষয়ে তাদের অগ্রাধিকার পরিবর্তন হয়েছে সেগুলো হলো-মুদ্রার বিনিময় হার নির্ধারিত না রাখা, যাতে যুদ্ধবিধ্বস্ত ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত আফগানিস্তানে অর্থ পাচার না হয়, বন্ধু রাষ্ট্রগুলো পাকিস্তানকে সহায়তা করবে এই মর্মে লিখিত নিশ্চয়তা ও প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৩ দশমিক ৩৯ রুপি সারচার্জের বিধান অব্যাহত রাখা।

আইএমএফ ধনীদের ওপর করারোপের কথা বললেও এখন বিক্রয় কর বৃদ্ধির জন্য চাপাচাপি করছে। এতে মূল্যস্ফীতির হার আরও বাড়বে। কিন্তু ব্যাংকের মতো প্রতিষ্ঠানের বিদেশি মুদ্রা লেনদেনে করারোপের প্রস্তাবের বিরোধিতা করছে তারা। আবার বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে উচ্চ আয়ের মানুষের ওপর লেভি আরোপেরও বিরোধিতা করছে আইএমএফ। দ্য ডন

স্টকমার্কেটবিডি.কম/////

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রপ্তানি কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রপ্তানি কমেছে। মূলত নিটওয়্যার পণ্যের রপ্তানি কমার কারণে এই ধারা দেখা যাচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২২-২৩) জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানিকারকরা ৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯৮ শতাংশ কম। একই সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ এবং নিটওয়্যার রপ্তানি কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ।

চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানি থেকে মোট আয় আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়ে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার হয়েছে। তিনি বলেন, প্রথাগত বাজারের বাইরে নতুন বাজারে ভালো ফল পাওয়ায় এ খাতের আয় বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসের মাঝে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানি ১৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। ইউরোপের বৃহত্তম বাজার হিসেবে জার্মানি ৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার আয় করেছে। আগের বছরের তুলনায় এটি শূন্য দশমিক ৮৩ শতাংশ বেশি। তবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে রপ্তানির প্রবৃদ্ধি আরও বেশি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

২ লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্যে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার।

আজ বুধবাবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এ তথ্য জানানো হয়।

এই এডিপিতে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান হবে ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে আসবে বাকি ৭৪ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল এডিপি ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। তা সংশোধন করে আজ অনুমোদন পাওয়া অর্থ নির্ধারণ করা হয়।

এবারের এডিপিতে স্থানীয় সরকার বিভাগের জন্যে বরাদ্দ ৩৯ হাজার ৫৬৩ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্যে ২৯ হাজার ৮৯৭ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের জন্যে ২৫ হাজার ২৪৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের জন্যে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যে ১২ হাজার ২৪৩ কোটি টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্যে ১১ হাজার ৩৩২ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগের জন্যে ৯ হাজার ৭৮১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্যে ৭ হাজার ৭৮৫ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্যে ৭ হাজার ২১৮ কোটি টাকা, সেতু বিভাগের জন্যে ৭ হাজার ৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এর আগে ২০২১-২২ অর্থবছরের অনুমোদিত এডিপি ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

জাতীয় বিমা দিবস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমা খাতের আরও উন্নয়নের জন্য এবং বিমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতীয় বিমা দিবস-২০২৩ এর উদ্বোধন করেছেন।

বুধবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধন করেন তিনি।

অর্থ মন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’-এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিমা দিবস উপলক্ষে বিমা কোম্পানি এবং সাধারণ মানুষসহ বিমা শিল্পের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে, তারা তাদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন এবং দিবসটির প্রতিপাদ্যকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিমা খাতের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেডে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৩১ লাখ টাকার।

শাইন পুকুর সিরামিক্সের ২০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৪৭ লাখ, এডিএন টেলিকমের ১৮ কোটি ৫৮ লাখ, সি পার্ল বিচ রিসোর্টের ১৬ কোটি ৬৯ লাখ, জেমিনী সী ফুডের ১৩ কোটি ৪৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ২০ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১১ কোটি ৫০ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং
  3. শাইনপুকুর সিরামিক্স
  4. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  5. এডিএন টেলিকম
  6. সী পার্লস স্পা
  7. জেমিনী সী ফুড
  8. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  9. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  10. ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

দিনশেষে সূচক কিছুটা কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন  । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৩ কমে অবস্থান করছে ২২১৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৪০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪২০ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৬টির, আর দর অপরিবর্তিত আছে ১৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, শাইনপুকুর সিরামিক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, জেমিনী সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৩৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সী পার্লস স্পা এন্ড রিসোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

এনআইডি দিয়ে ট্রেনের টিকিট কাটা শুরু আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাত শর্তে আজ বুধবার ট্রেনের টিকিট বিক্রি শুরু করছে রেলওয়ে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিটিং, চেকিংয়ে পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন, অনলাইনে কেনা ও ফেরতের ব্যবস্থা রেখে টিকিট বিক্রি শুরু হচ্ছে।

কালোবাজারি রোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানাসহ ভাড়া আদায় সহজ করতে টিকিটিং ব্যবস্থায় এ তিন সেবা অন্তর্ভুক্ত হচ্ছে। ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি বা জন্মনিবন্ধন সংযোজন এবং ট্রেনে পস ডিভাইস হস্তান্তর কার্যক্রম পরিদর্শন আজ সকাল সাড়ে ৮টায় কমলাপুর রেলস্টেশনে যাওয়ার কথা রয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের।

সাত শর্ত হলো, ১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দিয়ে নিবন্ধন করা অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করা অ্যাকাউন্ট থেকে টিকিট কিনতে পারবে। এক্ষেত্রে টিকিটের ওপরে মুদ্রিত নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণের সময় জন্মসনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। পাসপোর্টের মাধ্যমে বিদেশি নাগরিকরা নিবন্ধন করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///

সৌদিতে ২১৩ পণ্যের শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবে বাংলাদেশের ২১৩ পণ্যের শুল্কমুক্ত প্রবেশে দেশটির বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সৌদির বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধার বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সৌদির বাণিজ‌্যমন্ত্রী।

বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌদির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ফেডারেশন অব সৌদি চেম্বার অ‌্যান্ড কমার্স এবং এফবিসিসিআই-এর মধ্যে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ‘যৌথ বিজনেস কাউন্সিল’ এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন অনুষ্ঠানের বিষয়েও সভায় আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম///