বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্র এক নম্বরেই থাকবে: পিটার হাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এক নম্বরে আছে এবং ভবিষ্যতেও এই স্থান ধরে রাখবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেছেন, আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগে নাম্বার ওয়ান।

আগামীতেও আমাদের বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। আমরা এদেশে বিদেশি বিনিয়োগে এক নাম্বারই থাকবো।
বুধবার ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন, ইউএমপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী নাফিজ সরাফাত, চেয়ারম্যান মো. নূর আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জহির উদ্দিন মোল্লা এবং জিই (জেনারেল ইলেকট্রিক) গ্যাস পাওয়ার দক্ষিণ এশিয়ার সিইও দীপেশ নন্দা।

স্টকমার্কেটবিডি.কম//

৪৪৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ৫ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৪৪৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ৫ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষ অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৬ষ্ঠ এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০ম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ৪টি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল। এতে মোট অর্থের পরিমাণ ৪৪৬ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৯৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ; ২য় অলিম্পিক ইন্ডাস্ট্রি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫০কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৯ লাখ টাকার।

রূপালি লাইফ ইন্সুরেন্সের ৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকমের ২৮ কোটি ২৪ লাখ, আমরা নেটওয়ার্কর ২১ কোটি ৭২ লাখ,  জেনেক্স ইনফোসিসের ২০ কোটি ৯১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২০ কোটি ৩৬ লাখ,  বিডিকম অনলাইনের ১৩ কোটি ৯০ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৬০ লাখ ও বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  2. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  3. রূপালী লাইফ ইন্সুরেন্স
  4. এডিএন টেলিকম
  5. আমরা নেটওয়ার্কস
  6. জেনেক্স ইনফোসিস
  7. সী পার্লস স্পা
  8. বিডিকম অনলাইন
  9. সোনালী লাইফ ইন্স্যুরেন্স
  10. বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড।

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৯ কমে অবস্থান করছে ২২১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ১৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির, আর দর অপরিবর্তিত আছে ২৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –  মেঘনা লাইফ ইন্সুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, বিডিকম অনলাইন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৪২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক ও শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

রমজানে সংযমী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজানে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান এসেছে ব্যবসায়ীদের বলব আপনারা একটু সংযমী হোন। যা ন্যায্য মূল্য সেটাই নেবেন, আমরা সারাদিন পাহাড়া দিতে পারব না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা দায়িত্ব নেবেন কিনা। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি বারবার অনুরোধ করি, মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না, মানবিক দায়িত্ব আছে। আমরা সেন্সেবল ব্যবসায়ী চাই। পৃথিবীর সব জায়গায় উৎসবের সময়ে মানুষকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে তার ব্যতিক্রম।

রমজানে টিসিবির কার্যক্রম নিয়ে টিপু মুনশি বলেন, টিসিবি আগে একবার পণ্য দিত, এখন দুবার দেবে। ডাল, তেল, চিনি, চাল, ঢাকায় খেজুর দেবে, গ্রামে ছোলা-বুট দেবে। এক কোটি মানুষকে দেবে, এক কোটি মানুষকে দেওয়া মানে এক কোটি পরিবারকে দেওয়া।

অনুষ্ঠানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এসব প্রতিষ্ঠান যেমন শক্তিশালী ও বেগবান হওয়া দরকার তা এখনও হয়ে উঠতে পারেনি। দুই তিনজন কর্মকর্তা দিয়ে একটা জেলায় ভোক্তার অধিকার সংরক্ষণ সম্ভব না।

স্টকমার্কেটবিডি.কম///

এসএ গ্রুপের এমডি এম সাহাবুদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১১২ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে করা মামলায় স্ত্রীসহ চট্টগ্রামের এক ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁরা হলেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম সাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রী ইয়াসমিন আলম। আজ মঙ্গলবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মো. মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অগ্রণী ব্যাংক থেকে ১০ বছর আগে নেওয়া জামানতবিহীন ঋণ পরিশোধ না করায় আদালত স্ত্রীসহ একজন ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের পাসপোর্ট আগামী ২৩ মার্চের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, আদেশে বিচারক উল্লেখ করেন, ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বাদী ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। আদালতে বিচারাধীন বিভিন্ন মামলায় জামানতবিহীন ঋণখেলাপিরা দেশ ত্যাগ করায় হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।

এ অবস্থায় সাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমের পাসপোর্ট ২৩ মার্চের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হলো। তাঁরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত আইজিপি পুলিশের বিশেষ শাখা, ঢাকা বরাবরে প্রেরণ করা হলো।

স্টকমার্কেটবিডি.কম///

স্ত্রীকে শেয়ার দিবেন এডিএনের উদ্দ্যোক্তা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মামুনুর রশিদ নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ শেয়ার হস্থান্তর করবেন। তিনি এসব শেয়ার তার স্ত্রী ফাতিমা জিসান চৌধুরীকে উপহার স্বরূপ হস্থান্তর করবেন।

এই উদ্যোক্তা পরিচালকের হাতে মোট ১৫ লাখ ৫ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রূপালী লাইফের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রূপালী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটা’র

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার মার্ক জুকারবার্গ এক বার্তায় ছাঁটাইয়ের এ ঘোষণা দেন। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। খবর বিবিসি’র।

তিনি বলেছেন, এটি কঠিন, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যারা আমাদের সাফল্যের অংশ হয়েছেন সেসব প্রতিভাবান সহকর্মীদের বিদায় জানাতে হচ্ছে। এই নতুন অর্থনৈতিক অবস্থা বেশ কয়েক বছর ধরে চলতে থাকবে।

এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে।

স্টকমার্কেটবিডি.কম/////