টানা ১১ বারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক

এবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি এই নিয়ে টানা ১১ বারের মতো ঢাকা লিগের টাইটেল স্পন্সর হলো। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’

গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগে টানা ১১টি আসর  এবং জাতীয় ক্রিকেট লিগের ১২টি আসরের স্পন্সর ওয়ালটন।

পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এ ওয়ালটন সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজিও ছিল দেশের সুপার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। এরই মধ্যে তারা প্রতিযোগিতার প্রথম, চতুর্থ ও নবম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নবম আসরে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের পাশাপাশি পঞ্চাশ ওভারের ফরম্যাটেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন।

ক্লাব ক্রিকেটের ১২ দল নিয়ে ঢাকা লিগ শুরু হবে বুধবার (১৫ মার্চ) থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়াম ও বিকেএসপি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধন সকাল ৯টায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম///

পোল্ট্রির দাম কমতে অপেক্ষা করতে হবে আরও ৬-৭ মাস: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে চাহিদা যোগানের ভারসাম্য না থাকায় এখনই কমছে না পোল্ট্রি মুরগির দাম। এজন্য আরও ৬-৭ মাস অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার দুপুরে ৩ দিনব্যাপী ‘১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী রোজায় পোল্ট্রির দাম আর বাড়বে না, তবে যা দাম বৃদ্ধির সেটা ইতোমধ্যে বেড়ে গিয়েছে। এটা ভালো দিক না।’

দাম বৃদ্ধির কারণ হিসেবে মন্ত্রী বলেন, ‘দেশের ভেতর ও আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণেই পোল্ট্রি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। অনেকে উৎপাদন বন্ধ করে দিয়েছিল। ফলে বাজারে যোগানের ঘাটতি রয়েছে।’

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নতুন খামারিরা আবার উৎপাদনে আসবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ৬-৭ মাস সময় লেগে যাবে।’

স্টকমার্কেটবিডি.কম///

নিত্যপণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যে ভেজাল, মজুতদারি, কালোবাজারি এবং নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টাকে অত্যন্ত ‘গর্হিত কাজ’উল্লেখ করে এসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, খাদ্যে ভেজাল দেয়া, মজুতদারি বা কালোবাজারি এবং নিত্যপণ্যের সংকট সৃষ্টি এটা যেন কেউ করতে না পারে সেজন্য সবাইকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃতীয় ধাপে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, সামনে রমজান মাস। এ সময় আমাদের কিছু ব্যবসায়ী জিনিসের দাম বাড়ানোর চেষ্টা করে। এটা অত্যন্ত গর্হিত কাজ। কারণ রমজান মাস কৃচ্ছ সাধনের সময় এবং মানুষ যাতে ভালোভাবে তাদের ধর্মকর্ম এবং রোজা যথাযথভাবে পালন করতে পারে সেদিকেই সবার দৃষ্টি দেওয়া উচিত। সে সময় এসব মুনাফা লোভীদের জিনিসের দাম বাড়ানো আর মানুষকে বিপদে ফেলার কোনো মানে হয় না।

শেখ হাসিনা বলেন, ইমামগণ যখন মসজিদে জুমার নামাজের খোৎবা দেন তখন কালোবাজারি বা মজুতদারি বা খাদ্যে ভেজাল দেওয়া আর অযথা মানুষকে কষ্ট দেওয়া যে গর্হিত কাজ সে ব্যাপারে মানুষকে আপনাদের অভিহিত উচিত। খোৎবাতেও এটা বলতে পারেন বা মানুষকে সচেতন করতে পারেন।

তিনি বলেন, সেভাবেই কাজ করতে আমি মসজিদের সম্মানিত ইমাম ও খাদেমগণকে অনুরোধ করব। তাহলে মানুষের মধ্যে অতিরিক্ত মুনাফা নেওয়ার প্রবণতা নিশ্চয়ই কমবে।

স্টকমার্কেটবিডি.কম///

পর্যটন আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটন প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, আমাদের পর্যটন আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। পর্যটনের পরিবেশ তৈরি করতে হবে, সেই দায়িত্ব আমাদের সকলের। বুধবার দুপুরে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাসহ সকলকে নিয়ে কুয়াকাটার মাস্টার তৈরি করা হবে।

মাস্টারপ্লান চূড়ান্ত হয়ে গেলে উন্নয়নের কাজ পুরোদমে শুরু হবে।
প্রতিমন্ত্রী এর আগে “মুজিব’স বাংলাদেশ’’ উপকূলীয় ও সমুদ্র পর্যটন সম্ভাবনা শীর্ষক কর্মশালায় যোগদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।

এসময় পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল হক ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীরসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে রূপালি লাইফ; ২য় সি পার্ল বিচ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩০কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৮ লাখ টাকার।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৫ কোটি ৫৯ লাখ, এডিএন টেলিকমের ১৪ কোটি ১০ লাখ,  জেনেক্স ইনফোসিসের ১৩ কোটি ১৬ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৭৩ লাখ, আমরা নেটওয়ার্কর ১১ কোটি ৪৫ লাখ, শাইন পুকুর সিরামিক্সের  ১০ কোটি ৭৫ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌র  লিমিটেড ৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. রূপালী লাইফ ইন্সুরেন্স
  2. সী পার্লস স্পা
  3. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  4. বাংলাদেশ শিপিং
  5. এডিএন টেলিকম
  6. জেনেক্স ইনফোসিস
  7. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  8. আমরা নেটওয়ার্কস
  9. শাইন পুকুর সিরামিক্স
  10. আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২২০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৭ বেড়ে অবস্থান করছে ২২১৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬০৭  কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৬টির, আর দর অপরিবর্তিত আছে ২০৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –  রূপালী লাইফ ইন্সুরেন্স, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্কস, শাইন পুকুর সিরামিক্স ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৫২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৩১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এইচ আর টেক্সটাইল ও এডিএন টেলিকম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

রডের দাম প্রতি টন ১ লাখ টাকা ছাড়িয়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্বালানি তেলের দাম এবং ডলার সংকটে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দেশে এমএস (মাইল্ড স্টিল) রডের দাম টন প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন এ খাত সংশ্লিষ্টরা।

তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্যে, ৬০ গ্রেডের এমএস রডের দাম সোমবার ৯৫ হাজার ৫০০ টাকা থাকলেও মঙ্গলবার প্রতি টন ৯২ হাজার ৫০০ টাকায় নেমে এসেছে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, তারা মিল গেটে প্রতি টন রড বিক্রি করছেন ৯৭ হাজার টাকায়।

মিল গেটের মূল্যের সাথে পরিবহন, লোডিং এবং আনলোডিংয়ের মতো অন্যান্য খরচ যোগ করা হলে, ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি টন ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

বিএসআরএম মিল গেটে প্রতি টন রড বিক্রি করছে ৯৮ হাজার ৫০০ টাকায়।

উৎপাদকদের মতে, ৬০ গ্রেডের রডের উৎপাদন খরচ বেড়ে টনপ্রতি ১ লাখ ৩৫৬০ টাকায় পৌঁছেছে। তাই তারা দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে।

রাহাত বলেন, দাম বাড়ার পরও ভোক্তারা পরিস্থিতি বুঝে রড কিনছেন বলে বিক্রিতে তেমন কোনো প্রভাব পড়ছে না।

স্টকমার্কেটবিডি.কম///

হজের প্যাকেজ মূল্য কমাবে না সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হজের প্যাকেজ মূল্য কমানো হবে না বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন। চলতি বছর হজে যেতে নিবন্ধন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার।

বৃহস্পতিবার সকাল পৌঁনে ১০টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ৯৯ হাজার ২৭৬ জন। কোটা পূরণে এখনো ২৭ হাজার ৯২২ জন বাকি রয়েছে।

এর আগে তিন দফা হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়। তবে হজের খরচ বেশি হওয়ায় এবার মানুষের আগ্রহ ছিল কম। নিবন্ধনের সংখ্যা বেড়েছে খুবই ধীরগতিতে।

স্টকমার্কেটবিডি.কম////

সামিট এলায়েন্স পোর্টের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা শিল্প খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম///