‘ব্যাংকের আর্থিক নিরীক্ষায় আন্তর্জাতিক হিসাব মান মানা হয় না’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের কোনো ব্যাংকের আর্থিক বিবরণী নিরীক্ষায় আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) মানা হয় না। এ কারণে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার প্রকৃত চিত্র আর্থিক প্রতিবেদনে আসে না।

ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান প্রফেসর ড. হামিদ উল্লাহ ভূঁইয়া এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘ব্যাংকের হিসাব বিবরণী নিরীক্ষায় আইএফআরএস তথা আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে তাদের সম্পদ ৪০ শতাংশ অবলোপন করতে হবে সহজ কথায় সম্পদ ৪০ শতাংশ কমে যাবে।’

ড. হামিদ উল্লাহ ভূঁইয়া আরও বলেন, ‘আমরা চাই এটি (আইএফআরএস) বাস্তবায়ন করা হোক, তাহলে ব্যাংকের প্রকৃত চিত্র উঠে আসবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক মেনে নিচ্ছে না।’

আজ সোমবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান এসব কথা বলেন। সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সভাপতি জিয়াউর রহমান।

এতে অংশ নিয়ে এফআরসি চেয়ারম্যান বলেন, ‘খেলাপি ঋণ বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া যাচ্ছে। এই টাকা কি কখনো পাওয়া যাবে? যদি আদায় করতে সক্ষম হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আমাদের দেশের সংস্কৃতিতে আমরা যেটা দেখি খেলাপি ঋণ আদায় করা যায় না। বরং ২ শতাংশ জমা দিয়ে এগুলোকে আবার নিয়মিত ঋণে রূপান্তর করা হয়।’

তিনি বলেন, ‘এই ২ শতাংশ দিয়ে তো ইন্টারেস্টও (সুদ আয়) আসে না। ইন্টারেস্ট তার থেকে অনেক বেশি। সুতরাং ইন্টারেস্ট পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না, কিন্তু রি-শিডিউল করে রেগুলার করছেন। সে তখন আবার আর এক ব্যাংকে গিয়ে লোন নিচ্ছে।’

ড. হামিদ উল্লাহ ভূঁইয়া বলেন, ‘এফআরসিতে জনবলের ঘাটতি আছে। নতুন জনবল নিয়োগ প্রক্রিয়াধীন। এটি হয়ে গেলে প্রথমেই পুঁজিবাজারের প্রতি মনোযোগ দেওয়া হবে।’

স্টকমার্কেটবিডি.কম////

হজে যেতে থাকছে না বয়সের বাধা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার ১২ বছরের নিচে বয়সের শিশুরাও পবিত্র হজ পালন করতে পারবে। হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচে বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি। আবারও ২০২২ সালে ১০ লাখ মুসলিম হজ পালন করেন। ২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত। করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম////

চেক নিষ্পত্তির নতুন সময়সূচি নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সমবায় ব্যাংক লিমিটেডে পাঠিয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, বড় অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বেলা দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যে কোনো রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। রোজার মাস শেষ হলে আগের নিয়মেই এসব কার্যক্রম চলবে।

এছাড়া আরটিজিএসের গ্রাহক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত। কাস্টমস ডিউটি ই-পেমেন্ট ৯টা ৩০ থেকে ৩টা ৩০ মিনিট এবং আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিশোধ করা যাবে।

স্টকমার্কেটবিডি.কম//

ফু-ওয়াং ফুড ও আইপিডিসির লেনদেন বন্ধ কাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুড ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

রেকর্ড ডেটের পর আগামী বুধবার (২২ মার্চ) থেকে কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে সি পার্ল; ২য় রূপালি ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ৯৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৩ লাখ।

শাইন পুকুর সিরামিক্সের লিমিটেড ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকমের ১২ কোটি ২৪ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৮০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৯ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুডের ৯ কোটি ৯২ লাখ, জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৭৬ লাখ, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস ৮ কোটি ১১ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড ৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ক্রেডিট সুইস কিনতে ৬০০ কোটি ডলার গ্যারান্টি চায় ইউবিএস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, সিগনেচার ব্যাংকের পর এবার বন্ধ হওয়ার শঙ্কায় সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস। ১৬৭ বছরের পুরোনো, ঐতিহ্যবাহী ব্যাংকটি রক্ষায় এগিয়ে এসেছে ইউবিএস এজি। তবে ক্রেডিট সুইস কিনতে সরকারের কাছে ৬০০ কোটি ডলারের নিশ্চয়তা চেয়েছে সুইজারল্যান্ডের শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠানটি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আরেকটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখন আলোচনায় অনেক জটিল বিষয় মোকাবিলা করতে হচ্ছে। দুটি ব্যাংককে একত্র করা হলে ছাঁটাই হতে পারেন ১০ হাজার কর্মী—এটি আরেকটি বড় শঙ্কা। ক্রেডিট সুইসের কিছু অংশ বন্ধ করে দেওয়া হবে। সেইসঙ্গে রয়েছে কিছু আইনসংক্রান্ত ব্যয়। এসব খরচ মেটাতেই সুইস সরকারের কাছে ৬০০ কোটি ডলার চাইছে ইউবিএস।

ইউবিএসের প্রতিদ্বন্দ্বী হলো ক্রেডিট সুইস। ব্যাংকটি আর্থিক প্রতিবেদনে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বলতার কথা জানানোর পর পুঁজিবাজারে এর শেয়ারের দরপতন শুরু হয়। সমস্যা সমাধানে জরুরিভিত্তিতে সুইস ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৫ হাজার ৪০০ কোটি ডলারও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি।

গত বুধবার ক্রেডিট সুইস শেয়ারের ২৪ শতাংশ দরপতন হয়। এতে ইউরোপের বাজারে ব্যাংকটির সম্পদ মূল্য আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. সি পার্ল বিচ রিসোর্ট
  2. রূপালি লাইফ ইন্সুরেন্স
  3. শাইন পুকুর সিরামিক্স
  4. এডিএন টেলিকম
  5. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  6. বাংলাদেশ শিপিং
  7. রংপুর ডেইরি
  8. জেনেক্স ইনফোসিস
  9. বেঙ্গল উইণ্ডসর
  10. আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৬ কমে অবস্থান করছে ২২১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫২ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৫টির, আর দর অপরিবর্তিত আছে ২৩৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, রূপালি লাইফ ইন্সুরেন্স, শাইন পুকুর সিরামিক্স, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং, রংপুর ডেইরি, জেনেক্স ইনফোসিস, বেঙ্গল উইণ্ডসর ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩২৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রংপুর ডেইরী এন্ড ফুড ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং শিল্প খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৮ মার্চ বেলা ২:৩০টায় রাজধানীর করন বাজারে ব্যাংকটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ব্যাংকটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

রমজান মাসে নিত্য পণ্যের চাহিদা কমতে পারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে পণ্যমূল্য বেশি থাকায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা আগের বছরের তুলনায় ২০ শতাংশ কমতে পারে।

নিত্যপণ্যের দাম ও বাজার পরিস্থিতি নিয়ে আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের বৈঠকে এমন আভাস দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গম আমদানি কমে যাওয়ায় আটার রুটি ও বিস্কুট তৈরিতে ইতোমধ্যে ভোজ্যতেল ও চিনির ব্যবহার কমে গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে গত সাড়ে ৮ মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে গমের মোট আমদানি হয়েছে ২১ দশমিক ৫৮ লাখ টন। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে গম আমদানি হয়েছিল এর প্রায় দ্বিগুণ ৪০ দশমিক ১২ লাখ টন।

গম আমদানি কম হওয়ায় ভোজ্যতেলের ব্যবহার কমবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে ৩ লাখ ২ হাজার ১৬০ টন ভোজ্যতেলের মজুদ আছে। রমজানের সাধারণ চাহিদার চেয়ে মজুদের পরিমাণ কিছুটা বেশি আছে।

আরও ২ লাখ ৭৫ হাজার টন ভোজ্যতেল আমদানি প্রক্রিয়াধীন আছে বলেও বৈঠকে জানানো হয়।

তবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বর্তমান চিনির মজুদ রমজানের মোট চাহিদার চেয়ে কম।

বাণিজ্য মন্ত্রণালয়ের ধারণা, রমজানে চিনির চাহিদা দ্বিগুণ হয়ে ৩ লাখ টনে দাঁড়াতে পারে, যেখানে দেশে চিনির মাসিক গড় চাহিদা দেড় লাখ টন।

স্টকমার্কেটবিডি.কম//