বিমানের ই-মেইল সার্ভার হ্যাক করে বিপুল অর্থ দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হ্যাকারদের দখলে চলে গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। গত পাঁচদিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

র‍্যানসমওয়্যারের (এক ধরনের ভাইরাস) মাধ্যমে হ্যাকাররা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে দশ দিন সময় বেঁধে দেয়।

বিমান কর্মকর্তারা জানান, গত শুক্রবার বিমানের মেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হল বিশেষ এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

জানা গেছে, সার্ভার হ্যাকারের কব্জায় চলে যাওয়ার পর গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।

এসব বিষয় নিয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

থিম্পুতে বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তির ফলে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য আরো সহজ হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বাক্ষর করেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শিরোনাম হচ্ছে ‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুগান্তকারী চুক্তি দুই দেশের মধ্যে অভিন্ন সমৃদ্ধির জন্য ব্যবসা-বাণিজ্যকে সহজতর করবে বলে আশা করা হচ্ছে।

ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি হলে উভয় দেশের পণ্যবাহী ট্রাক ভারত হয়ে সরাসরি চলাচল করতে পারবে। ফলে ভুটানে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়তি সুফল পেতে হলে রাস্তা-ঘাটসহ বন্দরের অবকাঠামো উন্নতি করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

‘দেশকে বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ জরুরি’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এর ভৌগলিক-কৌশলগত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি রোডম্যাপ তৈরি করতে হবে।

ঢাকায় এভিয়েশন সামিটের প্রথম এভিয়েশনের উদ্বোধনী অধিবেশনে এক ভিডিও ভাষণে তিনি বলেন, ‘আমাদের ভৌগলিক-কৌশলগত সুবিধাকে পুঁজি করে কীভাবে আমরা আমাদের দেশকে একটি বিমান চলাচল কেন্দ্রে পরিণত করতে পারি, সেজন্য আমাদের একটি রোডম্যাপ তৈরি করতে হবে।’
বুধবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্য ও ফ্রান্সের সহযোগিতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘বাংলাদেশ এভিয়েশন সামিট-২০২৩’ এর আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কারণ, এটি এই অঞ্চলে একটি বিমান চলাচল কেন্দ্রে পরিণত হওয়ার আকাঙ্খা রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা একটি এভিয়েশন হাবের উন্নয়নে সহায়তা করার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। গত এক দশকে, আমরা আমাদের বিমানবন্দর, বিমানবন্দরের নিরাপত্তা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং উন্নত করার জন্য অনেকগুলো প্রকল্প বাস্তাবায়ন করেছি।’

স্টকমার্কেটবিডি.কম///

যুক্তরাষ্ট্রের ১৮৬ ব্যাংক পতনের ঝুঁকিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্ধেক গ্রাহক যদি আকস্মিক আমানত তুলে নেয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ ব্যাংকের পতন ঘটবে, যা দেশটির সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) ক্ষেত্রে ঘটেছিল। আস্থার ঘাটতি ও তারল্য সংকটে যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত যখন টালমাটাল অবস্থায় তখন এমন গবেষণা প্রতিবেদন প্রকাশ করল সোস্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক (এসএসআরএ)।

সম্প্রতি মূলধনসংকটে এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক এসভিবি ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি সংকটে পড়ে বিক্রি হয় সুইজারল্যান্ডের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস। দরপতন চলছে শেয়ারবাজারেও। বিশ্বের ব্যাংক খাতে পরবর্তী সময়ে কি ঘটছে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্তত ১৮৬টি ব্যাংক টালমাটাল হয়ে যেতে পারে যদি এগুলোর অর্ধেক গ্রাহক তাদের আমানত হঠাৎ তুলে নিতে শুরু করে। এতে এমনকি ব্যাংকগুলোর ‘পতনও’ ঘটতে পারে। বলা হয়, ব্যাংকগুলোর বীমার আওতায় থাকা আমানতকারী অর্থাৎ যাদের জমা রাখা টাকার পরিমাণ আড়াই লাখ ডলার বা এর কম, তারাও টাকা পেতে সমস্যার মুখোমুখি হতে পারে। যদি এসব ব্যাংকে এসভিবির মতো সংকট তৈরি হয়।

ক্যালিফোর্নিয়াভিত্তিক এসভিবিও তাদের মূলধন দীর্ঘমেয়াদি সরকারি বন্ড আকারেই রেখেছিল। একে প্রাথমিকভাবে নিরাপদ হিসেবেই ধরা হয়। তবে এসভিবি যখন বন্ডগুলো কেনে তখন এগুলোর দাম বেশি ছিল। সূত্র : দ্য উইক

স্টকমার্কেটবিডি.কম/বি

ঈদযাত্রার ট্রেনের সব টিকিট অনলাইনে : রেলমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৭ এপ্রিল থেকে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তবে এবার কাউন্টারে টিকিট বিক্রি হবে না বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যদি কোনো ভুল-ত্রুটি হয় তবে সেটি আগামী কোরবানি ঈদে সংশোধন করা হবে।’
বুধবার দুপুর ১২টার দিকে রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসানসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম///

শেয়ারবাজার সংকট উত্তোরণে কাজ করবে দুই এক্সচেঞ্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পুনঃনির্বাচিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

এ সময় শেয়ারবাজারের বর্তমান সংকট উত্তোরণের লক্ষ্যে উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে একত্রে কাজ করার আশ্বাস ব্যক্ত করা হয়।

বুধবার (২২ মার্চ) সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে দুইপক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডিএসইর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক উপস্থিত ছিলেন৷

ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে স্বাগত জানিয়ে বলেন, আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ। আমি আশা করি আপনার নেতৃত্বে দেশের শেয়ারবাজার আগামীতে আরও বেশি সাফল্য অর্জন করবে এবং শেয়ারবাজারের গতিশীলতা আনবে।

তিনি আরও বলেন, শেয়াররবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে৷ এই সংকট থেকে উত্তোরণের জন জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসাথে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী৷

স্টকমার্কেটবিডি.কম///

হজ প্যাকেজের খরচ কমলো প্রায় ১২ হাজার টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য সংশোধন করা হয়েছে। ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হজ নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

বেক্স-ফার্মার ১ কোটি ৭০ লাখ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বেক্স ফার্মাসিটিক্যালস লিমিটেডের দুই কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড নামে এক কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রি করেছে।

অন্যদিকে আরেক কর্পোরেট পরিচালক এ্যবসুলেট কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ার ক্রয় করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয় বিক্রয় সম্পন্ন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং; ২য় জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯কোটি ১৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৬ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রংপুর ডেইরী এন্ড ফুডের  ১৬ কোটি ২ লাখ, বাংলাদেশ শিপির্ং ১৩ কোটি ৮৬ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি ১ লাখ, শাইন পুকুর সিরামিক্সের ১১ কোটি ১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৬৯ লাখ, আমরা নেটওয়ার্কের ৯ কোটি ৪১ লাখ ও  জেমিনী সী ফুড লিমিটেডের ৮ কোটি ৭৮ লাখ ও  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. ইস্টার্ন হাউজিং
  2. জেনেক্স ইনফোসিস
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. রংপুর ডেইরী
  5. বাংলাদেশ শিপিং
  6. রূপালি লাইফ ইন্সুরেন্স
  7. শাইন পুকুর সিরামিক্স
  8. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  9. আমরা নেটওয়ার্ক
  10. জেমিনী সী ফুড লিমিটেড।