ডলার সংকটে কমেছে এলসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আমদানি ঋণপত্র বা এলসি খোলা হয়েছে ৪ হাজার ৫৫১ কোটি ডলার, যা গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৩৯৪ কোটি ডলার বা ২৩ দশমিক ৪৫ শতাংশ কম। গত অর্থবছরের আট মাসে ঋণপত্র খোলা হয়েছিল ৫ হাজার ৯৪৫ কোটি ডলার। একই সময়ে ঋণপত্র নিষ্পত্তি কমেছে ১ দশমিক ২২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অর্থনীতিবিদরা বলছেন, ডলার সংকট ও বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির কারণে ঋণপত্র খোলার হার কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জুলাই-ফেব্রুয়ারি সময়ে ভোগ্যপণ্য, মধ্যবর্তী পণ্য, ক্যাপিটাল মেশিনারি এবং শিল্পের কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এ সময় পেট্রোলিয়ামের আমদানি ঋণপত্র খোলা বেড়েছে ২৪ দশমিক ৫১ শতাংশ।

এ সময় ভোগ্যপণ্য আমদানির জন্য এলসি খোলা হয় ৫৪৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৬৪৩ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় ভোগ্যপণ্যের এলসি খোলা কমেছে ১৪ দশমিক ৫৩ শতাংশ।

আলোচ্য সময়ে মধ্যবর্তী পণ্যের ৩০ দশমিক ৩২ শতাংশ এবং শিল্পের কাঁচামালের ৩০ দশমিক ৫ শতাংশ এলসি বা ঋণপত্র খোলা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম////

রিলায়েন্সের বিদ্যুৎকেন্দ্রের নিবন্ধন ফি মওকুফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এলএনজিভিত্তিক ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স গ্রুপ। এ বিদ্যুৎকেন্দ্রের নিবন্ধন ফি বাবদ ২ কোটি টাকার কিছু বেশি অর্থ মওকুফ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানি আইনে প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি খাতের রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড কর্তৃক নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাসভিত্তিক ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ফাইন্যান্সিং ডকুমেন্টস নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ফি বাবদ ২ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৯০০ টাকা মওকুফ করা হলো।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এ কেন্দ্র থেকে ২২ বছর মেয়াদে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয় রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার। চুক্তির তারিখ থেকে তিন বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদন উপযোগী করবে রিলায়েন্স। উৎপাদিত ৪০০ ভোল্টের বিদ্যুৎ পিজিসিবির মেঘনা ঘাট সাবস্টেশন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রতি ডলার ৮০ টাকার সমতুল্য বিবেচনায় রিলায়েন্সের কাছে ৭ দশমিক ২৬২৫ ডলার/এমএমবিটিইউ দরে গ্যাস বা এলএনজি সরবরাহ করবে তিতাস গ্যাস। আর উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ৭ দশমিক ৩১২৩ সেন্ট বা ৫ টাকা ৮৪ পয়সা দরে পিডিবির কাছে বিক্রি করবে রিলায়েন্স।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক হলেন মাহতাব উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দিলেন মাহতাব উদ্দিন আহমেদ পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ অনুমোদন করে।

বৃহস্পতিবার দুপুরে (৬ এপ্রিল ২০২৩) বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দেয়ার আগে সুদীর্ঘ ৩০ বছরের গৌরবাজ্জল ক্যারিয়ারে মাহতাবউদ্দিন আহমেদ রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিলিভার এর ন্যাশনাল ফাইন্যান্স ডিরেক্টর সহ বিশ্বের রবিভিন্ন দেশে- দেশী ও বহুজাতিক বেশকিছু প্রতিষ্ঠানের শীর্ষপদে কর্মরত ছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সে মাহতাবউদ্দিন আহমেদ’র এই নিয়োগকে স্বাগত জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মাহতাবউদ্দিন আহমেদের বোর্ডে অন্তর্ভূক্ত করণ করপোরেটগভর্নেন্স, দক্ষ ব্যবস্থাপনা পর্ষদ এবং আন্তঃনীরিক্ষা সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ ফাইন্যান্সের অবস্থানকে সুসংহত ও সুদৃঢ় করবে।

এ বিষয়ে মাহতাবউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক হিসেবে যোগদিতে পেরে তিনিগর্বিত প্রতিষ্ঠানটির উত্তরোত্তরসাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/////

সার্ভার সমস্যায় রেলের অনলাইনে টিকিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার দ্বিতীয় দিনে মত শুরু হয়েছে অনলাইনে রেলের টিকিট বিক্রি কার্যক্রম। তবে আজ শনিবার সকাল ৮টায় অনলাইনে সার্ভার জটিলতায় পড়েন যাত্রীরা। এছাড়া টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন টিকিটপ্রত্যাশীরা।

আবদুর রাজ্জাক নামের একজন ফেসবুকে লিখেছেন, ট্রেনের টিকিট কাটার জন্য সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে উঠে কম্পিউটার, আমার মোবাইল ও বউয়ের মোবাইল, তিনটা ডিভাইস নিয়ে বসলাম। ৮টায় লগইন করেই হতাশ, কুড়িগ্রামের জন্য স্নিগ্ধার টিকিট দেখায় মাত্র ১০টা। বুকিং অপশনে ২টা বুকিং করতে পারলেও পারচেজ অপশন থেকে আর লোড নিচ্ছে না। এক ঘণ্টা ধরে এই পারচেজ অপশনেই আটকে আছি। হে রেল কর্তৃপক্ষ, পারচেজ অপশন পার হতে আমাকে কি ইফতারি পর্যন্ত কম্পিউটারের সামনে বসে থাকতে হবে? বলা হচ্ছে অনলাইনে শতভাগ টিকিট। কিন্তু ৮টায় লগইন করে বেশির ভাগ টিকিট শেষ।

‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ নামক দেড় লাখ রেলযাত্রীদের একটি ফেসবুক গ্রুপে আজিম সরকার ভোগান্তির কথা তুলে ধরে লিখেছেন, ‘আজ তো রেলওয়ে ওয়েবসাইটে লগইন করা যাচ্ছে না।’

মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, কোনোভাবেই সার্ভারে ঢোকা যাচ্ছে না, কিন্তু টিকিট সেল হয়ে যাচ্ছে।

টিকিট কাটার সমস্যার ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, সিস্টেমে কোনো সমস্যা নেই। বেশি গ্রাহক একসঙ্গে ঢোকায় সমস্যা হতে পারে। টিকিট বিক্রি বন্ধ নেই।

এদিকে ট্রেনের টিকিট কাটতে যে ভোগান্তি হচ্ছে সেটা দূর হয়ে যাবে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

মাসুদ বলেন, যেহেতু অনেক লোক হিট করছে, সার্ভারে চাপ বাড়ছে। হয়তো সেই কারণে পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে।

সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দীপ দেবনাথ জানায়, শনিবার বেলা ১১টা পর্যন্ত ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম ৫ মিনিটে ৬ হাজার টিকিট হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে ০.২১ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৬ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৭৭ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.২৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.২১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২৭ থেকে ৩০ মার্চ) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.২৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় ইস্টার্ন হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৭৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৭৭ কোটি ১২ লাখ টাকার।

আমরা নেটওয়ার্ক ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩৪ কোটি ৪৯ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১১০ কোটি ১৫ লাখ, জেমিনী সী ফুডের ৯৮ কোটি ৫৭ লাখ, এডিএন টেলিকমের ৭৭ কোটি ১৭ লাখ, এ্যাপেক্স ফুটওয়ারের ৬৬ কোটি ৭৮ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের ৬৬ কোটি ৭০ লাখ ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ৫৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ডিএসইতে লেনদেন ৭৬.৫১ শতাংশ বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫৪৫ কোটি টাকা বেড়েছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৭৬.৫১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৩ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৯ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৬.৫১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫৭৮ কোটি ৬৬ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ৭৯ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৪১.২১ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ২৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ৩৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৯১১ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫৪৫ কোটি টাকা বা ০.০৭ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

মার্চ মাসে ডিএসইতে রাজস্ব আদায় সাড়ে ১৭ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের মার্চে ১৭ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ২৯২ টাকার রাজস্ব পেয়েছে সরকার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ১৬৭ টাকা কম। ২০২২ সালে সরকার ডিএসই থেকে ২৪ কোটি ৫০ লাখ ৪৯ হাজার ৪৫৯ টাকার রাজস্ব পেয়েছিল।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ডিএসইর তথ্য মতে, মার্চ মাসে শেয়ারবাজারে বিক্রেতার তুলনায় ক্রেতা ছিল কম। ফলে বিদায়ী মাসে ডিএসইতে ৯ হাজার ৪০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ২৯২ টাকা। ঠিক এক বছর আগে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১৮ হাজার ৫৪২ কোটি ৮০ লাখ টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ২৪ কোটি ৫০ লাখ ৪৯ হাজার ৪৫৯ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মার্চ মাসে সরকার ডিএসইতে ৬ কোটি ৯৭ লাখ রাজস্ব বঞ্চিত হয়েছে।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে মার্চে রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৭৫৮ টাকা। অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনাবেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৮ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৫৩৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

বাণিজ্যিকভাবে আদানির বিদ্যুৎ আসা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এখন আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে গড়ে ঘণ্টাপ্রতি ৭২০-৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিপিডিবির কর্মকর্তারা বলছেন, গত ৯ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে আদানির বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু হলেও গতকাল বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য দুই ইউনিটের এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এর মধ্যে ৮০০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি এতদিন পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করছিল। এই ইউনিটের স্থাপিত বা প্রকৃত ক্ষমতা হলো ৭৪৯ মেগাওয়াট। আগামী জুনের মধ্যে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসার কথা।

সঞ্চালনের দায়িত্বে থাকা পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী বলেন, ‘আদানি বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে গড়ে ৭২০ থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এটি চাহিদার ওপর নির্ভর করছে কতটুকু বিদ্যুৎ সেখান থেকে নেওয়া হবে। চাহিদা বাড়া কমার ওপর ভিত্তি করেই তারা বিদ্যুৎ সরবরাহ করছে।’

কেন্দ্রটি থেকে ২৫ বছরের চুক্তিতে বিদ্যুৎ কিনবে বিপিডিবি। আদানির সঙ্গে বিপিডিবির এই ২৫ বছর মেয়াদি চুক্তি নিয়ে দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিদ্যুৎ বিভাগ। যা নিয়ে সমালোচনা, তার মধ্যে রয়েছে কেন্দ্রটির ক্যাপাসিটি ভাড়া, কয়লার দাম, বিদ্যুৎ না কিনেও কয়লার মূল্য পরিশোধসহ বেশ কিছু বিষয়।

স্টকমার্কেটবিডি.কম///

এবার চুক্তির চেয়ে কম হজযাত্রী যাচ্ছে সৌদি আরব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন। সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী কম হজযাত্রী এবার যাচ্ছে।

গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এদিকে হজযাত্রী নিবন্ধের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধনের কোটা পূরণ হতেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম///