১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের আগে পাঁচ দিন ও পরে সাত দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার দুপুরে বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক/মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করতে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যার যার যে দায়িত্ব তিনি সেভাবে পালন করুন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ।

তিনি বলেন, সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি। পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে সেটাই সবচেয়ে চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে। এখন গতানুগতিক একটা মিটিং করে ও বক্তব্য দিয়ে যদি মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে… তাহলে শৃঙ্খলা ফেরানো যাবে না।

স্টকমার্কেটবিডি.কম///

পুনরায় বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এতে রুশ আক্রমণের মধ্যে আবারও দেশটির জ্বালানি অবকাঠামো ঘুরে দাঁড়াচ্ছে।

গতকাল শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কো বিদ্যুৎ রপ্তানি অনুমোদনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেন, সিস্টেমটি প্রায় দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে।

তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন সময় শীত কেটে গেছে। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে বিদ্যুৎ রপ্তানি শুরু করা। এই রপ্তানি আয় আমাদের ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামোগুলো পুনর্গঠনের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা করবে।

তিনি বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য ইঞ্জিনিয়ার ও আন্তর্জাতিক অংশীদারদের প্রশংসা করেন।

গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হয়েছে ইউক্রেন।

প্রসঙ্গত, গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দীর্ঘ আক্রমণ শুরু করে রাশিয়া। এতে দেশটির অনেক অঞ্চলে ব্ল্যাকআউট হয়ে যায়। শীতকালে রাশিয়ার আক্রমণ শহরগুলোকে অন্ধকারে ফেলে দেয়। ওই সময় ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন আবার তারা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে সক্ষম হবে।

সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম//////

বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

গতকাল দোহার গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মাদারীপুর মানবকল্যাণ সংস্থার সভাপতি মিঠু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান।

সাংগঠনিক সম্পাদক কে এম সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হক বেপারী, রাসেল হাওলাদার, সোহাগ মৃধা, আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, রাজ রাজিব, গোলাম সারওয়ার মিশু, ওবায়দুল রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

এ ছাড়া সেলিম বেপারী, তৌহিদ খান, রুবেল মুন্সি, ইমারত কাজী, আসাদুজ্জামান, মোহাম্মদ রফিক, সুমন, মোরসালিনসহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ-জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস; ২য় জেমিনী সী ফুড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৪৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেমিনী সী ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ।

আমরা নেটওয়ার্কস লিমিটেড ৩০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এ্যাপেক্স ফুটওয়ারের ২৮ কোটি ৭১ লাখ, ইস্টার্ন হাউজিং ২৭ কোটি ৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৩ কোটি ৯৪ লাখ, এডিএন টেলিকমের ১৬ কোটি ৪৯ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১৪ কোটি ৩৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২ কোটি ৬৭ লাখ ও লিগাসি ফুটওয়ার লিমিটেডের ৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আজ রবিবার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনকালে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ ঘোষণা দেন।

এফবিসিসিআই সভাপতি এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসতে দেশের সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পুলিশ, র‌্যাব, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন বঙ্গবাজারের কয়েক হাজার ব্যবসায়ী।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিনটি বাৎসরিক বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১১ এপ্রিল বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাগুলো আহবান করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।

এ বোর্ড সভায় এই তিন বছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করার কথা ছিল বিমাটির। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করার কথা ছিল।

সর্বশেষ ২০১৮ সালে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

‘পূণ:গণনায় দেশের জনসংখ্যা বাড়লো ৪৬ লাখ ৭০ হাজার জন’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা হলো ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।

গত বছরের ১৫-২১ জুন দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। শুমারি শেষ হওয়ার এক মাসের মধ্যে ২৭ জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের গণনাকৃত মোট জনসংখ্যার হিসাব দেওয়া হয়। পরিসংখ্যানিক পদ্ধতি ও আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শুমারি সম্পন্নের পর গণনাকালে সৃষ্ট কভারেজ ও কনটেন্ট ইরোর নিরূপণের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) গত বছরের অক্টোবরে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি পরবর্তী যাচাই পিইসি জরিপ পরিচালনা করে।

এ বিষয়ে রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিবিএস। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এতে উপস্থিত ছিলন। আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং বিআইডিএস মহাপরিচালক ড. বিনায়ক সেন।

এছাড়াও ছিলেন পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিআইডিএসের ঊর্ধ্বতন কর্তকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

স্টকমার্কেটবিডি.কম///

ঈদের নতুন ব্যাংক নোট বিনিময় শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন ব্যাংক নোট বিনিময় আজ ৯ এপ্রিল থেকে শুরু করেছে ব্যাংকগুলো। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন সাধারণ জনগণ ও গ্রাহকরা।

ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে এই নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আলোচ্য সময়ের মধ্যে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///

  1. জেনেক্স ইনফোসিস
  2. জেমিনী সী ফুডস
  3. আমরা নেটওয়ার্কস
  4. এ্যাপেক্স ফুটওয়ার
  5. ইস্টার্ন হাউজিং
  6. সি পার্ল বিচ রিসোর্ট
  7. এডিএন টেলিকম
  8. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  9. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  10. লিগাসী ফুটওয়ার লিমিটেড।

ডিএসইতে ৪৯৮ ও সিএসইতে ৫ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২৫ বেড়ে অবস্থান করছে ২২০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৮১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬১২ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৫টির, আর দর অপরিবর্তিত আছে ২১৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, জেমিনী সী ফুডস, আমরা নেটওয়ার্কস, এ্যাপেক্স ফুটওয়ার, ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এডিএন টেলিকম, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও লিগাসী ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩০৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ১৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//