১২ মাসে বিশ্বে গম, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের দাম কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

টানা ১ বছর ধরে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর সময় খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার যে রেকর্ড হয়েছিল তা গত মার্চে এসে সাড়ে ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও।

গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এফএওর মূল্যসূচক অনুসারে, খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারির ১২৯ দশমিক ৭ পয়েন্ট থেকে কমে মার্চ মাসে ১২৬ দশমিক ৯ পয়েন্ট হয়েছে।

২০২১ সালের জুলাই থেকে এটি সবচেয়ে কম পয়েন্ট।

সংস্থাটির মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকায়, আমদানি কমায় ও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোয় বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমেছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, সূচক কম থাকার মানে হচ্ছে—খাদ্যশস্য, ভোজ্যতেল ও দুগ্ধজাত পণ্যের দাম কমেছে। তবে, এতে চিনি ও মাংসের বাড়তি দামের কথাও উল্লেখ করা হয়েছে।

এক বার্তায় এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, ‘বিশ্ববাজারে যখন পণ্যের দাম কমে এবং অভ্যন্তরীণ বাজারে দাম বেশিই থেকে যায়, তখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি চাপ সৃষ্টি হয়।’

সংস্থাটির মূল্য তালিকায় দেখা যায়—আগের মাসের তুলনায় মার্চে খাদ্যশস্যের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমেছে।

তালিকা অনুসারে, গমের দাম কমেছে ৭ দশমিক ১ শতাংশ, ভুট্টার দাম কমেছে ৪ দশমিক ৬ শতাংশ, চালের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ ও ভোজ্যতেলের দাম কমেছে ৩ শতাংশ।

২০২২ সালের মার্চের তুলনায় খাদ্যপণ্যের দাম ৪৭ দশমিক ৭ শতাংশ কমেছে।

তবে, চিনির দাম বেড়েছে দেড় শতাংশ, যা ২০১৬ সালের অক্টোবর থেকে সর্বোচ্চ।

এফএওর অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি চলতি বছর বিশ্বব্যাপী গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে ৭৮৬ মিলিয়ন টন, যা গত বছরের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম।

সংস্থাটির মতে, এশিয়ায় গমের উৎপাদন বাড়ার সম্ভাবনা থাকলেও খরার কারণে উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইউরোপে উৎপাদন কমতে পারে।

এতে আরও বলা হয়েছে, ২০২২-২৩ সালে বিশ্বব্যাপী চাল উৎপাদন হয়েছে ৫১৬ মিলিয়ন টন, যা ২০২১-২২ সালের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম।

২০২২-২৩ সালে বিশ্বব্যাপী খাদ্যশস্যের ব্যবহার ছিল ২ দশমিক ৭৭৯ বিলিয়ন টন, যা ২০২১-২২ সালের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কম।

স্টকমার্কেটবিডি.কম////

ফারমার্স ব্যাংকের বাবুল চিশতীর জামিন আবেদন নামঞ্জুর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

২০১৯ সালে দায়ের করা মামলায় তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।

বাবুল চিশতীর বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রথম মামলা এবং একই বছরের ১৫ ডিসেম্বর ৩৪ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করা হয়।

এছাড়াও, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন ও পাচারের অভিযোগে তার স্ত্রী, ছেলে রাশেদুল হক চিশতী ও তার মেয়ের বিরুদ্ধে ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে আরও ১৫টি মামলা করা হয়।

ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে মামলা দায়েরের পর ২০১৮ সালের ১০ এপ্রিল তাকে গ্রেপ্তার করে দুদক।

২০২১ সালের ৯ নভেম্বর চার কোটি টাকা মানিলন্ডারিংয়ের মামলায় বাবুল চিশতীকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত।

একই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম////

এবার ঈদে ছুটি মিলছে ৫ দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০ এপ্রিল নির্বাহী আদেশের ছুটি ঘোষণা দিয়েছে সরকার। যার ফলে এবার ঈদের ছুটি মিলছে ৫ দিন। আজ সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এই কথা জানান।

সরকারের নির্বাহী আদেশের এই ছুটির ফলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।

১৯ এপ্রিল বুধবার শবে কদরের সরকারি ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। মন্ত্রিসভার বৈঠকে এদিনও ছুটি ঘোষণা করা হলো। পরের টানা তিনদিন (২১, ২২ ও ২৩ এপ্রিল) আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে এ্যাপেক্স ফুটওয়ার; ২য় আমরা নেট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪০ লাখ।

জেমিনী সী ফুড লিমিটেড ২৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৬৪ লাখ, জেনেক্স ইনফোসিসের ২১ কোটি ২৫ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ১৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৭ কোটি ৭৫ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ১৬ কোটি ৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ১ লাখ ও লিগাসি ফুটওয়ার লিমিটেডের ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ট্রেনের সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রীতিমতো লড়াই চলছে ট্রেনের আগাম টিকিট নামক ‘সোনার হরিণের’ জন্য। আজ বিক্রি হচ্ছে ২০ এপ্রিলের আগাম টিকিট। ওই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় আজ সকালেই রেকর্ড সংখ্যক ক্লিক পড়েছে সার্ভারে।

টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় ‘রেলসেবা’ অ্যাপসের সার্ভারে ৫৫ লাখ টিকিট প্রত্যাশী ঢুকেন। অথচ ২০ এপ্রিলের টিকিট বিক্রি হবে মাত্র ২৭ হাজার। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কারণে কমলাপুর কাউন্টারে তেমন ভিড় নেই। তাই টিকিট কেনার জন্য সবাই অনলাইনে চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। উত্তরাঞ্চল, ময়মনসিংহসহ যেসব এলাকার ট্রেনের চাহিদা বেশি সেসব ট্রেনের টিকিট এক মিনিটে শেষ হয়ে যায়।
কমলাপুর রেলস্টেশন সূত্র জানিয়েছে, সকাল ৮টায় রেলসেবার সার্ভার অন করার সঙ্গে সঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়। আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়।

জানা গেছে, ৭ এপ্রিল ১৮,৫০০, ৮ এপ্রিল ২৫,২০০ এবং ৯ এপ্রিল ২৪,৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। আজ ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। গতকাল অগ্রিম টিকিটের বিপরীতে ১ কোটি ৮৪ লাখ মানুষ ‘রেল অ্যাপস’ এ হিট করছে। আগামীকাল ২১ এপ্রিলের টিকেট বিক্রির মাধ্যমে শেষ হবে এবারের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি। তাই আগামীকাল আরও কয়েকগুণ বেশি চাপ থাকবে।

২২ এপ্রিল ঈদ হবে এমনটা ধরে আজ সোমবার ২০ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই গত তিন দিনের চেয়ে আজ কঠিন হবে টিকিট কাটা।

স্টকমার্কেটবিডি.কম//

স্বর্ণ রিফাইনারিতে ১০ বছর কর অবকাশ চায় বাজুস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বেসরকারিভাবে এই প্রথম গোল্ড রিফাইনারি স্থাপিত হয়েছে। তাই তা এ খাতকে এগিয়ে নিতে সোনা পরিশোধনাগার শিল্পে ১০ বছরের জন্য কর অবকাশ চেয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে বৈধভাবে সোনার বার, অলংকার ও কয়েন রপ্তানিতে উৎসাহিত করতে কমপক্ষে ২০ শতাংশ ভ্যালু অ্যাডিশন করার শর্তে রপ্তানিকারকদের জন্য মোট ভ্যালু অ্যাডিশনের ৫০ শতাংশ আর্থিক প্রণোদনা চেয়েছে বাজুস।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে পাঠানো এক চিঠিতে এসব দাবিসহ মোট ১২ দফা প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি। চিঠিতে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে জুয়েলারি খাতে আরোপিত শুল্ক-কর ও ভ্যাটের হার কমানো এবং আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। গতকাল রবিবার বাজুস থেকে জানানো হয়, গত ৫ এপ্রিল এই চিঠি পাঠান বাজুসের প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

চিঠিতে তিনি বলেন, বাজুস দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। বাজুস মনে করছে, আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে জাগরণ তুলবে জুয়েলারি শিল্প। কিন্তু বর্তমানে চরম সংকটে থাকা এ শিল্পের জন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। অপার সম্ভাবনা থাকার পরও নীতি সহায়তার অভাবে জুয়েলারি শিল্প এখন হুমকির মুখে পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. এ্যাপেক্স ফুটওয়ার
  2. আমরা নেটওয়ার্কস
  3. জেমিনী সী ফুডস
  4. ওরিয়ন ইনফিউশন
  5. ইস্টার্ন হাউজিং
  6. জেনেক্স ইনফোসিস
  7. সি পার্ল বিচ রিসোর্ট
  8. মিডল্যান্ড ব্যাংক
  9. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  10. লিগাসী ফুটওয়ার লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে দ্বিগুণ সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.০৭ কমে অবস্থান করছে ২১৯৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৮টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এ্যাপেক্স ফুটওয়ার, আমরা নেটওয়ার্কস, জেমিনী সী ফুডস, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও লিগাসী ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

মতিন স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৬ এপ্রিল বেলা ২টায় রাজধানীর গুলশানে বিমাটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি