ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দিতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন।

সেতু বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, আগামী বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে কত দিনের জন্য সেতুতে বাইক চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি। শর্তগুলোও এখনো জানা যায়নি।

আজকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম//

১৪ দিনে রেমিট্যান্স এলো ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রোজার শুরু থেকেই বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে চলতি এপ্রিল মাসের ১৪ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১০ হাজার ২৫৮ কোটি টাকা। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

গেল মার্চ মাসে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা, যা আগের মাস ফেব্রুয়ারির চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

এ ছাড়া মার্চের এ রেমিট্যান্স আগের বছরের (২০২২ সালের) মার্চ মাসের তুলনায় বেড়েছে ৮.৪৯ শতাংশ বা ১৫ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।

২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ পর্যন্ত) ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫২৯ কোটি ডলার। আলোচ্য সময়ে ৭৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল ; ২য় জেমিনী সী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ২১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেমিনী সী ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩৭ লাখ।

এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ৩০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ণ হাউজিংর ৩০ কোটি ৩৩ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৮ কোটি ৪২ লাখ, আমরা নেটওয়ার্কসের ২৪ কোটি ৭৬ লাখ, সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ২৩ কোটি ৬০ লাখ, নাভানা ফার্মার ২১ কোটি ১০ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৮৪ লাখ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৯ কোটি ২৯ লাখ ও টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. ইউনিক হোটেল
  2. জেমিনী সী ফুডস
  3. এ্যাপেক্স ফুটওয়ার
  4. ইস্টার্ণ হাউজিং
  5. জেনেক্স ইনফোসিস
  6. আমরা নেটওয়ার্কস
  7. সী পার্লস রিসোর্ট
  8. নাভানা ফার্মা
  9. ওরিয়ন ইনফিউশন
  10. বাংলাদেশ শিপিং কর্পোরেশন।