সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৭ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৯ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.২২ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ২২.৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

সোমবার বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি টাকার বেশি টোল আদায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যে কারণে সেতুর টোল আদায়ও বেড়েছে প্রায় দ্বিগুণ। ঈদযাত্রার শুরুর দিকেই গতকাল সোমবার বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি টাকার বেশি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ছোট-বড় যানবাহন পারাপার হয়েছে ২২ হাজার ৫১২টি। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার এবং টোল আদায় হয়েছে এক কোটি তিন লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিমে সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার এবং টোল আদায় হয়েছে এক কোটি ছয় লাখ ৬২ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে টোল আদায় হয়েছে এক কোটি তিন লাখ ১৬ হাজার টাকা এবং সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ অংশে টোল আদায় হয়েছে এক কোটি ছয় লাখ ৬২ হাজার ৯০০ টাকা।

এদিকে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকা ঘুরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। তবে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই সেগুলো চলতে দেখা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

আবারও কর্মী ছাঁটাই ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফেসবুকের মূল সংস্থা মেটা আবারও তাদের কর্মীদের একটি বড় অংশকে ছাঁটাই করতে যাচ্ছে। আজ বুধবার থেকেই শুরু হচ্ছে এই ছাঁটাই প্রক্রিয়া।

মেটার প্রধান নির্বাহী প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গই চেয়েছিলেন আরও ভাল এবং কর্মক্ষম কর্মীগোষ্ঠী তৈরি করতে। সেই লক্ষ্যেই নতুন করে কাজ এবং কর্মীদের সাজাতেই এই পদক্ষেপ। যার প্রভাব পড়তে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কর্মীদের উপর। কারণ এই তিন সংস্থাই এখন মেটার অধীন।

এর আগে গত নভেম্বরেই এক দফা কর্মী ছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে সেই সময় বহু সংস্থাই মন্দাপরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল। যার জেরে মাস ছ’য়েক আগেই ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল মেটায়। দ্বিতীয় দফায় মেটায় চাকরি যেতে চলেছে আরও অন্তত ১০ হাজার কর্মীর!

বুধবার আন্তর্জাতিক অর্থনৈতিক মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবারই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করবে মেটা। সেই বিবৃতি তারা স্বচক্ষে দেখেছে বলেও দাবি করেছে পত্রিকাটি।

মেটার প্রতিষ্ঠাতা জাকারবার্গ অবশ্য গত মার্চেই খরচ কমানোর স্বার্থে আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, এপ্রিলের পর মে মাসেও আবার আরও এক দফা কর্মী ছাঁটাই হতে পারে মেটার।

মেটায় ছাঁটাইয়ের যে আনুষ্ঠানিক বিবৃতি ইতিমধ্যেই ম্যানেজারদের হাতে পৌঁছেছে, তাতে বলা হয়েছে, কর্মীদের আলাদা আলাদা কাজের দায়িত্বপ্রাপ্ত যে দল রয়েছে, সেগুলিকে নতুন করে তৈরি করা হবে। ছাঁটাইয়ের পরে বেঁচে যাওয়া কর্মীদের নতুন ম্যানেজারের অধীনে কাজ করতে হবে।

ব্লুমবার্গ সূত্রে খবর, মেটা তাদের উত্তর আমেরিকা বাসী সমস্ত কর্মীদের বুধবার বাড়ি থেকে কাজ করতে বলেছে, যাতে চাকরি যাওয়ার খবরে তারা নিজেদের সামলে নেওয়ার সুযোগ পান।

সূত্র : ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/////

ওয়ালটন হাইটেকের বোর্ড সভা আজ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১৯ এপ্রিল বেলা ২:৩০টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ভারতে প্রথম অ্যাপল স্টোরের উদ্বোধন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপল স্টোরের উদ্বোধন করেছেন। শহরটিতে চলা হলুদ-কালো ট্যাক্সির সঙ্গে মিল রেখে স্টোরটির উজ্জ্বল রঙিন লোগো তৈরি করা হয়েছে। ২২ হাজার বর্গফুট শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের আয়োজন ছিল। অনুষ্ঠানে অ্যাপল স্টোরের কর্মী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে ছবি তোলেন অ্যাপলপ্রধান।

আগামী বৃহস্পতিবার দিল্লির সিটি ওয়াক মলে দ্বিতীয় স্টোর চালু করবেন টিম কুক। এত দিন পর্যন্ত ভারতে অ্যাপল পণ্য বিক্রি হতো অনলাইনে বা রিসেলারদের মাধ্যমে।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোনের বাজার। তবে আইফোন ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি নয়। কারণ দেশটির ৯৫ শতাংশ ফোনই অ্যানড্রয়েড প্ল্যাটফরমে চলে। বাজার বিশ্লেষকদের মতে, স্টোর খুললেই রাতারাতি ভারতে আইফোনের বাজার বড় হবে না। তবে অ্যাপলের ব্র্যান্ডিংয়ের জন্য স্টোরের গুরুত্ব রয়েছে। উল্লেখ্য, মোট উৎপাদিত আইফোনের ৫ শতাংশ ভারতে উৎপাদিত হয়।

সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ডাচ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.১৪ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫৯.৮৫ টাকা।

ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বিএসআরএম স্টিলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৭৪ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮.০৮ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮.৬২ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৬৮.৯৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

রানার অটোমোবাইলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৮ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪.৩১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.২৭ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬১.২০ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৬৬.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

সিঙ্গার বিডির ১ম প্রান্তিক আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৯১ টাকা। এই তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.১০ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ২৯.৯৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

সাইফ পাওয়ারটেকের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৯৯ টাকা। এই ৯ মাসে কোম্পানিটির আয় কমেছে।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৮৩ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৭.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///