পাকিস্তানে ফের রেকর্ড মূল্যস্ফীতি, দুরবস্থা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে মূল্যস্ফীতি সর্বকালের সর্বোচ্চে স্তরে পৌঁছেছে। এতে নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের দুরবস্থা সীমা ছাড়িয়েছে। আর এ অবস্থা থেকে সহসা মুক্তি মিলছে না বলেও জানিয়েছেন অর্থনীতিবিদরা।

আজ মঙ্গলবার পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) জানিয়েছে, ভোক্তা মূল্য‍সূচক অনুযায়ী সদ্য বিদায়ী এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৩৬ দশমিক ৪ শতাংশ। এটি গত মাসে ছিল ৩৫ দশমিক ৪ এবং ২০২২ সালের এপ্রিলে ছিল ১৩ দশমিক ৪।

বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব লিমিটেড বলছে, ১৯৬৫ সালের পর থেকে এটি পাকিস্তানের সর্বোচ্চে মূল্যস্ফীতি। এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে জিনিসপত্রের দাম সবচেয়ে দ্রুত বাড়ছে। এমনকি মূল্যস্ফীতির দিক থেকে পাকিস্তান শ্রীলঙ্কাকেও পেছনে ফেলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক মাস ধরেই উচ্চ মূল্যস্ফীতি দেখে আসছে পাকিস্তান। এর কারণ হিসেবে সংবাদমাধ্যমটি বলছে, অর্থনৈতিক সংকট, রুপির অবমূল্যায়ন এবং গত বছরের ভয়াবহ বন্যায় ফসল বিনষ্ট হওয়া। এসবের সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিশাল পতন হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।

আরিফ হাবিব লিমিটেডের অর্থনীতিবিদ সানা তৌফিক বলেন, পূর্বাভাস অনুযায়ীই মূল্যস্ফীতি হয়েছে। গম, সবজি ও ফলের বাড়তি দামের কারণে খাদ্য মুদ্রাস্ফীতি বেড়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম///

ঈদের মাসে রেমিট্যান্স কমল ১৭ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের মাস এপ্রিলে দেশে প্রবাসী আয় আগের মাসের চেয়ে কম এসেছে প্রায় ১৭ শতাংশ বা ৩৩ লাখ ডলার। গত এপ্রিল মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার। অথচ আগের মাস মার্চে দেশে এসেছিল ২০১ কোটি ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৩৫ লাখ ডলারের প্রবাসী আয়। আর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা ফেব্রুয়ারির চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

সেটি আবার জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল। জানুয়ারিতে প্রায় ১৯৬ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

স্টকমার্কেটবিডি.কম////

আমিরাতে বিনিয়োগ করলে মিলবে গোল্ডেন ভিসা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসার অফার দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিনিয়োগ প্লাটফর্ম ‘স্টেক’ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় নতুন ডিজিটাল রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট প্লাটফর্মের মাধ্যমে এই অফার দিয়েছে।

অ্যারাবিয়ান বিজনেসের খবর অনুসারে, যেসব বিনিয়োগকারী এই প্লাটফর্মে কমপক্ষে ২০ লাখ ( ৫ কোটি ৭৬ লাখ টাকা) দিরহাম বিনিয়োগ করবেন, তারা এই গোল্ডেন ভিসা পাবেন। আমিরাতে এটা প্রথম উদ্যোগ যার মাধ্যমে বিনিয়োগকারীরা ডিজিটাল বিনিয়োগ প্লাটফর্মের মাধ্যমে গোল্ডেন ভিসা পাবেন।

গোল্ডেন ভিসা পাওয়ার সুবিধাসমূহে বলা হয়েছে, বিনিয়োগকারীদের পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা হতে হবে না। এইডি২ মিলিয়ন (আমিরাতের ২ মিলিয়ন দিরহাম) বিনিয়োগ করলেই মিলবে ভিসা, সিঙ্গেল সম্পত্তি (প্রপার্টি) নয় বরং একাধিক প্রপার্টিতে বিনিয়োগকারীরা বরাদ্দ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///

৫৭ টাকা বাড়ল ১২ কেজির এলপিজির দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা তিন মাস দরপতনে বাড়ল এলপিজি গ্যাসের দাম। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৩৫ টাকা। গত এপ্রিল মাসে এর দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা আর মার্চে ছিল ১ হাজার ৪২২ টাকা।

অন্যদিকে অটো গ্যাস লিটার ৫৪.৯০ টাকা থেকে বাড়িয়ে ৫৭.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

এলপিজি গ্যাসের নতুন নির্ধারণ করা এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলেও জানাও হয়।

স্টকমার্কেটবিডি.কম//

এটলাস বাংলার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় গাজীপুরের টংগীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

  1. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  2. ইস্টার্ণ হাউজিং
  3. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট
  4. সী পার্ল বীচ রিসোর্ট
  5. লাফার্জহোলসিম
  6. নাভানা ফার্মা
  7. বসুন্ধরা পেপার মিল
  8. জেনেক্স ইনফোসিস
  9. আমরা নেটওয়ার্কস
  10. অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

লেনদেনের শীর্ষে অলিম্পিক; ২য় ইস্টার্ণ হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি ২৯ লাখ ৫৬ হাজার ৬৬২টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। কোম্পানিটির ২৮ লাখ ৯ হাজার ৫৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৩০ লাখ টাকা।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪১ লাখ ২৫ হাজার ৮২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৫২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ রিসোর্ট, লাফার্জহোলসিম, নাভানা ফার্মা, বসুন্ধরা পেপার মিল, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্কস ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

দিনশেষে সূচকের সাথে লেনদেনেও উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫৮ কোটি ৫৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রবহবার ডিএসইতে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০ পয়েন্ট। আজ সিএসইতে ৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ মে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০২২ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৪৫টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

কনফিডেন্স সিমেন্টের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর