যুক্তরাষ্ট্রে নীতি সুদের হার ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফের নীতি সুদহার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বুধবার এ হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে এ হার উঠেছে ৫ থেকে ৫ দশমিক ২৫ শতাংশের মধ্যে। এ নিয়ে ১৪ মাসে ১০ বার এই সুদহার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। নীতি সুদহার পৌঁছেছে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনও অনেক বেশি। মূল্যস্ফীতি খুব দ্রুত কমে আসবে এমনটিও বলা যাচ্ছে না। কমতে আরও কিছুটা সময় লাগবে। এ পরিপ্রেক্ষিতেই নীতি সুদহার বাড়ানো হয়েছে বলে জানান তিনি। তবে খুব শিগগিরই এ সুদহার আর বাড়ানো হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন জেরোম পাওয়েল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অন্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। গত বছরের জুলাই মাসে দেশটির মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার দফায় দফায় বাড়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি অনেকটা কমে এসেছে। গত মার্চ মাসে কমে হয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ। তবে এখনও তা ফেডারেল রিজার্ভ ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে আসেনি। মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের।

স্টকমার্কেটবিডি.কম///

ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সরকার দেশ থেকে বিদেশে যাত্রী বহন এবং পণ্য পরিবহনের জন্য বিমান ভাড়া নির্ধারণে মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা টাকা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে যা কার্যকর হবে।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, দেশে চলাচলকারী সব দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, দেশের বাইরে থাকা বাংলাদেশি এয়ারলাইনগুলো ওইসব দেশের মুদ্রায় বিমান ভাড়া নির্ধারণ করছে, তাই বাংলাদেশেও বিমান ভাড়া হতে হবে টাকায়।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

গ্রামীণফোনের ২৬তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটির ঘোষিত ৯৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ (১০ টাকা ফেস ভ্যালুর প্রতি শেয়ারের বিপরীতে ৯ টাকা ৫০ পয়সা) বিতরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ লভ্যাংশ বিতরণ সম্পন্ন হলে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররা মোট ২২০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।

গ্রামীণফোনের কোম্পানি সচিব এসএম ইমদাদুল হকের পরিচালনায় এ এজিএমে অংশ নেন কোম্পানিটির বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ ও প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ বোর্ড সদস্য ও এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোনের বাংলাদেশে বর্তমানে ৭ কোটি ৯১ লাখ গ্রাহক রয়েছে। ১৯৯৭ সালে যাত্রা করা কোম্পানিটি দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। -বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.০৬ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৩৬ পয়েন্টে। যা আগের সপ্তাহের শেষে ছিল ১৪ দশমিক ৩৭ পয়েন্ট। এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে দশমিক শূন্য ৬ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/////

হাঙ্গেরি বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হাঙ্গেরি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

একই সঙ্গে হাঙ্গেরির ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

শনিবার (৬ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, শুক্রবার (৫ মে) রাতে বুদাপেস্টে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জারটো এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানায়।

পিটার সিজ্জারটোর আমন্ত্রণে হাঙ্গেরি সফর করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এটি বাংলাদেশের কোনো বাণিজ্যমন্ত্রীর হাঙ্গেরিতে প্রথম সরকারি সফর।

টিপু মুনশি বলেন, বিস্তৃত সুযোগ-সুবিধা, আকর্ষণীয় প্রণোদনা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশসহ এই অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে।

বৈঠকে হাঙ্গেরির ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান।

হাঙ্গেরির ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিতে অনুরোধ জানিয়ে টিপু মুনশি বলেন, বাংলাদেশ সরকার দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। বাংলাদেশের বিনিয়োগ-বান্ধব নীতি এবং বিভিন্ন বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার পেতে ভূমিকা রাখবে।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং; ২য় ইউনিক হোটেল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনিক হোটেল এন্ড রিসোর্টে পিএলসি শেয়ার লেনদেন হয়েছে ১২৩ কোটি ১০ লাখ টাকার।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশের ৭২ কোটি ৯৮ লাখ, সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ৭২ কোটি ৫২ লাখ, আমরা নেটওয়ার্ক ৭২ কোটি, নাভানা ফার্মাসিউটিক্যালসের ৬৮ কোটি ১২ লাখ, জেনেক্স ইনফোসিসের ৬৪ কোটি ৫২ লাখ, জেমিনী সী ফুডের ৬২ কোটি ৮১ লাখ ও রূপালি লাইফ ইন্সুরেন্সের ৫৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ভারতে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। গত ২৮ এপ্রিল শেষ হওয়া সপ্তাহের হিসাব অনুসারে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৮০ কোটি মার্কিন ডলারে। গতকাল শুক্রবার প্রকাশ করা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

আরবিআইয়ের সাপ্তাহিক তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগের, অর্থাৎ গত ২১ এপ্রিলে শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ছিল ৫৮ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে ৪৫০ কোটি মার্কিন ডলার।

সর্বশেষ সপ্তাহে ভারতে প্রতি ডলারের বিপরীতে ৮১ দশমিক ৬১ থেকে ৮২ দশমিক ১ রুপিতে মুদ্রার লেনদেন হয়েছিল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক রুপির দাম খুব বেশি ওঠানামা ঠেকাতে মুদ্রার চলতি বাজার ও ফরোয়ার্ড মার্কেটে হস্তক্ষেপ করে। ভারতের ব্যবসায়ীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, রুপির দাম যেন ছোট একটি পরিসরের মধ্যে ওঠানামা করে, সে জন্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সম্ভবত রাষ্ট্রমালিকানার ব্যাংকগুলোর মাধ্যমে ডলার কিনছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে দিনের গড় লেনদেন ৮০০ কােটি টাকা ছাড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২৬০ কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ০.০৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৩ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪০৮ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৯.৯৬ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৮০২ কোটি ৭৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৭৪৯ কোটি ৬৭ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৭.০৮ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩১টির শেয়ার ও ইউনিটের দর। আর ২০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২৬০ কোটি টাকা বা ০.০৩ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

মিরপুরে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘মোবাইল নীড়’

রাজধানী ঢাকার মিরপুর-১০ এ ওয়ালটন মোবাইলের নতুন এক্সক্লুসিভ স্মার্ট পয়েন্ট ‘মোবাইল নীড়’।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানী ঢাকার মিরপুর-১০ এ যাত্রা শুরু করলো বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন মোবাইলের নতুন স্মার্ট পয়েন্ট ‘মোবাইল নীড়’। রোকেয়া স্মরণীর মাতবর ম্যানশনে সম্প্রতি চালু হওয়া এই এক্সক্লুসিভ ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে ওয়ালটনের সব মডেলের স্মার্ট ও ফিচার ফোন এবং এক্সেসরিজ।

উল্লেখ্য, গ্রাহকপ্রিয়তা এবং দেশব্যাপী ওয়ালটন মোবাইলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইলের জন্য বিশেষায়িত ব্র্যান্ড শপ স্মার্ট পয়েন্ট চালু করছে ওয়ালটন। উদ্দেশ্য, স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল সেবা মানুষের হাতের নাগালে নিয়ে আসা।

ওয়ালটন মোবাইলের হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজাউল হাসান বলেন, ক্রেতারা আমাদের পণ্য গ্রহণ করেছেন বলেই ওয়ালটন আজ বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠান। তাই ক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়ে সারাদেশে মোবাইলের স্মার্ট পয়েন্ট খোলা হচ্ছে। পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু মোবাইল ফোন ডিভাইস উৎপাদন ও বিপণনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান উন্নয়নে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে ওয়ালটন। যার প্রেক্ষিতে মোবাইল ফোনের সার্ভিস নিশ্চিতে ওয়ালটন ডিজি-টেকের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর লক্ষ্মীবাজারে নগর সিদ্দিকী প্লাজায় দেশের প্রথম ওয়ালটন মোবাইল টাচ পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। এভাবে বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে সার্ভিস পয়েন্টও খোলা হচ্ছে।

ওয়ালটন মোবাইলের ফার্স্ট সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদুজ্জামান জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী বিজনেস এক্সপানশনের অংশ হিসেবে স্মার্ট পয়েন্ট চালু করছে ওয়ালটন মোবাইল। এসব স্মার্ট পয়েন্টে ফিচার ও স্মার্টফোনসহ মোবাইলের যাবতীয় এক্সেসরিজ সহজলভ্য হবে। ক্রেতারা সহজেইে আন্তর্জাতিকমানসম্পন্ন মোবাইল ফোন ও এক্সেসরিজ হাতের নাগালে পাবেন।

স্টকমার্কেটবিডি.কম//////