আশুলিয়ায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

আশুলিয়ার কাঠগড়া বাজারে মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘তামিম ইলেকট্রনিক্স’ এর উদ্বোধন করছেন প্রতিষ্ঠানটির ডিএমডি মো. হুমায়ুন কবীর, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও কৌতুকাভিনেতা আবু হেনা রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় চালু হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘তামিম ইলেকট্রনিক্স’। এই অঞ্চলের গ্রাহকরা এখন হাতের কাছেই পাবেন ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। সাশ্রয়ী দামে কিনতে পারবেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর, ফ্যানসহ নানান ধরনের ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

শনিবার (৬ মে, ২০২৩) আশুলিয়ার কাঠগড়া বাজারে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মার্সেলের নতুন শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং বাংলাদেশের জনপ্রিয় কৌতুকাভিনেতা আবু হেনা রনি।

শোরুম উদ্বোধনের পর মার্সেলের পৃষ্ঠপোষকতায় তমিজ উদ্দীন সরকার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা ভেজালমুক্ত খাদ্য চাই’ শীর্ষক সংগঠনের আয়োজনে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে অসংখ্য মানুষের অংশগ্রহণে ‘ভেজালমুক্ত খাদ্যের দেশ হবেই মোদের বাংলাদেশ’ স্লোগানে বক্তরা খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পরে খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

আবু হেনা রনি মজার মজার কৌতুক পরিবেশন করে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের মোহিত করেন।

স্টকমার্কেটবিডি.কম////

সুদহার নিয়ে  ঘোষণা আসছে পরবর্তী মুদ্রানীতিতে: বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক পরবর্তী মুদ্রানীতিতে ইন্টারেস্ট রেট করিডর বা বাজারভিত্তিক সুদহার চালুর বিষয়ে ঘোষণা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। একই সঙ্গে মুদ্রার একক বিনিময় হার চালুর দিকেও কেন্দ্রীয় ব্যাংক যাচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ ও আইএমএফের যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করতে আসা সংস্থাটির স্টাফ পর্যায়ের প্রতিনিধিদলের সফর আজ শেষ হয়েছে। শেষ দিনে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ ব্যাংকের ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

একক বিনিময় হার চালুর বিষয়টি ব্যাখ্যা করে মেজবাউল হক বলেন, মুদ্রার একক বিনিময় হার মানে এই নয় যে ডলারের ক্রয় ও বিক্রয়ের হার একই হবে। এখন একাধিক বিনিময় হার আছে, তবে সেগুলোর মধ্যকার ব্যবধান ২ শতাংশের মধ্যে এলেই বলা যাবে, মুদ্রার একক বিনিময় হার আছে। সেটা প্রায় অর্জিত হয়ে গেছে। তবে তা আরও বেশি সীমার মধ্যে আনার চেষ্টা করা হবে।

এ ছাড়া আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস এবং ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ গণনার বিষয়েও আগামী মুদ্রানীতিতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

আইএমএফের একটি প্রতিনিধিদল আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশকে দেওয়া ঋণের শর্তানুযায়ী যেসব সংস্কার কার্যক্রম চালানোর কথা, সেগুলোর কিছু বিষয় সেপ্টেম্বরের মধ্যে অর্জিত হওয়ার কথা রয়েছে।

বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইএমএফ কী বলেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেজবাউল হক বলেন, ‘আমরা জানি, আইএমএফ এসব যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সন্তুষ্ট, যদিও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সময় আছে, সেগুলো আমলে নিয়ে আমরা সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে কাজ করতে পারব।

স্টকমার্কেটবিডি.কম////

ইউনিয়ন ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর সিলেট বিভাগ এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ১ম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ সিলেটে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃনজরুল ইসলাম, এস ইভি পি মোঃগোলাম মোস্তফা এবং ভিও সিডি এর প্রধান ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার।

এছাড়া ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ১ম ত্রৈমাসিক ব্যবসায়িক সাফল্য তুলেধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

স্টকমার্কেটবিডি.কম////

নরসিংদীতে এসবিএসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের এটিএম বুথ নরসিংদীর ঢাকা-সিলেট হাইওয়ের আদুরী অ্যাপারেলস-এর কারখানার ফটকে সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম, ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সেবা বিভাগের প্রধান ও এসভিপি মোহাম্মদ শফিউল আজম, ভেলানগর শাখার ব্যবস্থাপক কাওসার আলম, নরসিংদী শাখার ব্যবস্থাপক মোঃ হাসান শাহরিয়ার, থার্মেক্স শিল্প উপশাখার ইনচার্জ মো.
মোকাররম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩১ মার্চ ২০২৩ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩১ মার্চ ২০২৩ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই বোর্ড সভাটি আগামীকাল (৮ মে) আহবান করা হলেও তা পরিবর্তন করা হয়েছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং; ২য় ইস্টার্ন হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৯ কোটি ১৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দি এক্‌মি ল্যাবরেটরিজের ৩১ কোটি ৯৯ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৩১ কোটি ১০ লাখ, উনিক হোটেল এন্ড রিসোর্টের ৩০ কোটি ৬১ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ২৯ কোটি ২ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ২৫ কোটি ৪৫ লাখ, জেমিনী সী ফুডের ২৫ কোটি ৯ লাখ ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. বাংলাদেশ শিপিং
  2. ইস্টার্ণ হাউজিং
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. দি এক্‌মি ল্যাব
  5. ইন্ট্রাকো রিফুয়েলিং
  6. ইউনিক হোটেল
  7. লাফার্জ হোলসিম
  8. নাভানা ফার্মাসিউটিক্যালস
  9. জেমিনী সী ফুড
  10. আমরা নেটওয়ার্কস লিমিটেড।

সূচকের সামান্য বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮১ কমে অবস্থান করছে ২২০৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ২১ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৬৩ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়।এর মধ্যে ৬১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৬টির, আর দর অপরিবর্তিত আছে ২১০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ণ হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, দি এক্‌মি ল্যাবরেটরিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, লাফার্জ হোলসিম বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, জেমিনী সী ফুড ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ০.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৮২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৪৮ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও মিডল্যান্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম//

বাংলাদেশের অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ দেখছে আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেসব দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে বাংলাদেশের অর্থনীতিতেও কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করে সংস্থাটি।

সম্প্রতি আইএমএফ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর শেষে রোববার এক বিবৃতিতে একথা জানান আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনন্দ।

আইএমএফের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির সামনে চ্যালেঞ্জগুলো হলো, ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক আর্থিক খাতে অস্থিরতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার দেশগুলোতে প্রবৃদ্ধির শ্লথগতি। আইএমএফ মনে করছে, এসব কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি, বিদেশি মুদ্রার মজুত ও স্থানীয় মুদ্রা টাকার ওপর চাপ অব্যাহত থাকবে।

গত ২৫ এপ্রিল থেকে ৭ মে বাংলাদেশ সফর করে আইএমএফের স্টাফ পর্যায়ের এক প্রতিনিধিদল। ওই সফর সম্পর্কে বিবৃতিতে তুলে ধরেন মিশন প্রধান রাহুল আনন্দ।

বিবৃতিতে তিনি বলেন, ‘এই সফরে আমরা সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের সাম্প্রতিক গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেছি। আইএমএফ-সহায়তার কর্মসূচির মূল যেসব প্রতিশ্রুতি ছিল, সেগুলো কতটা পূরণ হলো এবং তার অগ্রগতি আমরা পর্যালোচনা করেছি।’

এই সফরে আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং সরকার ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এ ছাড়া প্রতিনিধি দলের সদস্যরা বেসরকারি খাতের প্রতিনিধি, দ্বিপক্ষীয় দাতা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে বসেন।

সফরে আন্তরিক আলোচনা এবং উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানায় আইএমএফ। এছাড়া বাংলাদেশ ও এদেশের জনগণের সমর্থনে তাদের সম্পৃক্ততা অব্যাহত রাখার আশ্বাস জানায়।

স্টকমার্কেটবিডি.কম////