ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ মে আহবান করা হয়েছে ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩১ মার্চ ২০২৩ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর দিলকুশায় প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

আইএমএফের ঋণে বৈষম্য আরও প্রকট হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার পর বাংলাদেশের আর্থসামাজিক বৈষম্য আরও প্রকট হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেছেন, বাংলাদেশে আগে থেকেই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এখন আইএমএফের শর্ত পরিপালনে প্রয়োজনীয় খাতে ভর্তুকি তুলে দেওয়া হলে এ বৈষম্য আরও বেড়ে যেতে পারে।

সোমবার দুপুরে বাজেট সংক্রান্ত এক নাগরিক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

সিপিডি এবং নাগরিক প্লাটফর্ম এই সংলাপের আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

স্টকমার্কেটবিডি.কম//

ইভ্যালির রাসেলের জামিন আদেশ এক সপ্তাহ মুলতবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বাড্ডা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই মুলতবি করেন।

আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শাহ নেওয়াজ, মো. আনিছুর রহমান।

মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বাড্ডা থানায় দায়ের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জামিন শুনানি গতকাল রবিবার শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ২ মার্চ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াত এ অভিযোগ গঠন করেন।

স্টকমার্কেটবিডি.কম//

যা রিজার্ভ আছে তাতে আগামীতে সংকট হবে না : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কারও উপর নির্ভর করবে না বাংলাদেশ। যা রিজার্ভ আছে তাতে আগামীতে সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা উপকূলীয় ১৩টি জেলায় ৭ হাজার ৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছিলাম। আশ্রয়কেন্দ্রগুলোতে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুর্নবাসন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম//

ঈদকে সামনে রেখে ওয়ালটনের ক্যাম্পেইন সিজন-১৮ শুরু

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৮ -এর ডিক্লারেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮। এই সিজনে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ লক্ষ লক্ষ উপহার। এ সুবিধা ১৫ মে থেকে ১৫ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৭টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৮ শুরু করলো ওয়ালটন।

রবিবার (১৪ মে, ২০২৩) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’ এর উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল, ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইভা রিজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. তানভীর রহমান, ফিরোজ আলম, আমিন খান, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), মো. শাহজাদা সেলিম, আরিফুল আম্বিয়া, তোফায়েল আহমেদ, আল ইমরান, ড. মো. সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

জানা গেছে, ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশভাউচার কিংবা উপহারের এসএমএস পাঠানো হবে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দিবে।

ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কিনে থাকছে গাড়ি ফ্রিসহ লক্ষ লক্ষ উপহার পাওয়ার সুযোগ। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশ ভাউচার। ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ডিপ ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়া ওয়ালটন স্মার্ট টিভির ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত ১ বছরের ফ্রি বঙ্গওয়াল (ইড়হমড়ডধষ) সাবস্ক্রিপশন। আর বেসিক এলইডি টিভির ক্রেতাদের জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ে আকাশ ডিটিএইচ সংযোগ ক্রয়ের সুবিধা। এদিকে ওয়ালটন এসি’র নির্দিষ্ট মডেলে ক্রেতাদের জন্য ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ডিএসইতে লেনদেনের শীর্ষে জেমিনী সী; ২য় সি পার্ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৯ কোটি ৮৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড ২৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ২২ কোটি ৫১ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানির ১৬ কোটি ৩২ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৪ কোটি ৬১ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১৪ কোটি ৩০ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৩ কোটি ৯২ লাখ, আমরা নেটওয়ার্কয়ের ১২ কোটি ৮৬ লাখ ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেমিনী সী ফুড
  2. সি পার্ল বিচ রিসোর্ট
  3. বাংলাদেশ শিপিং
  4. সিভিও পেট্রোকেমিক্যাল
  5. রূপালি লাইফ ইন্সুরেন্স
  6. জেনেক্স ইনফোসিস
  7. ইস্টার্ন হাউজিং
  8. পেপার প্রসেসিং
  9. আমরা নেটওয়ার্ক
  10. ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৪টির, আর দর অপরিবর্তিত আছে ১৯০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সী ফুড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিভিও পেট্রোকেমিক্যাল, রূপালি লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, আমরা নেটওয়ার্ক ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিক আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে বিমাটির আয় বেড়েছে। বিমা সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৫ টাকা।

এ প্রান্তিকে বিমাটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৬৪ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ১৭.০৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///