এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে, উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও উৎপাদশীলতা বৃদ্ধির মাধ্যমে এবং সুসংহত অভ্যন্তরীণ চাহিদার কল্যাণে পূর্বের ধারাবাহিকতায় আগামী অর্থবছরে আমরা উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরে আসব ও ৭.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারব বলে আশা করছি।’

তিনি বলেন, ‘প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আমরা ক্রমান্বয়ে কৃচ্ছ্রসাধন নীতি থেকে বের হয়ে এসে মেগাপ্রকল্পসহ প্রবৃদ্ধি সঞ্চারক চলমান ও নতুন প্রকল্পে বিনিয়োগ করব। এ উদ্দেশ্যে আগামী অর্থবছরের বাজেটে সরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে জিডিপির ৬ দশমিক ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

একইসঙ্গে বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি, যেমন- নিষ্কণ্টক জমি, উন্নত অবকাঠামো, নিরবচ্ছিন্ন ইউটিলিটি, আর্থিক প্রণোদনা ও সহজ ব্যবসায়িক প্রক্রিয়া ইত্যাদি সুযোগ-সুবিধাসহ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুবিধা প্রদান অব্যাহত থাকবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘লজিস্টিকস খাতের উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনার সংস্কারের ফলে বিনিয়োগ/ব্যবসা প্রক্রিয়াকরণে সময়, ব্যয় ও জটিলতা হ্রাস পাবে। ফলে, চলতি বছরে কিছুটা হ্রাস পাওয়া বেসরকারি বিনিয়োগ আগামী বছরে বৃদ্ধি পেয়ে জিডিপির ২৭.৪ শতাংশ হবে মর্মে আশা করছি।’

স্টকমার্কেটবিডি.কম///

৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা প্রাক্কলিত জিডিপির (৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা) ১০ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনকালে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এদিন অর্থমন্ত্রী আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎস থেকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে ২০ হাজার কোটি টাকা। কর-বহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে আরও ৫০ হাজার কোটি টাকা।

প্রসঙ্গত, চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটেও অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

করমুক্ত আয় সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন অর্থবছরের বাজেটে সুখবর রয়েছে করদাতাদের জন্য। বাজেটে আয়ের সীমা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয়েছে। বার্ষিক আয় তিন লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তাকে আয়কর দিতে হবে। যা গত বছরে ছিল তিন লাখ টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানেই আয়করের এ সুখবরের বিষয় তুলে ধরা হয়।

অর্থমন্ত্রী বলেন, করমুক্ত আয়সীমা তিন লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম তিন লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত।

তিনি বলেন, আয়সীমায় পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ এবং এর চেয়ে বেশি আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর আরোপ করা হচ্ছে।

মুস্তফা কামাল বলেন, বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে আয়সীমা চার লাখ টাকা করার প্রস্তাব করছি। প্রতিবন্ধীদের ব্যক্তি করদাতা সাড়ে চার লাখ থেকে চার লাখ ৭৫ হাজার টাকা করা ও গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা করার প্রস্তাব করছি।

স্টকমার্কেটবিডি.কম///

১২ কেজি সিলিন্ডারের দাম ১০৭৪ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই বোতলের দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে। বিইআরসি প্রতিমাসে গ্যাসের নতুন দাম ঠিক করে দেয়।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, প্রতি কেজি এলপি গ্যাসের দাম ৮৬ টাকা ২৫ পয়সা। এই হারে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ হবে।

বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

শ্রমিক কল্যাণ তহবিলে ডিএসই’র অর্থ প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ধারা ২৩৪(১)(খ) অনুযায়ী ডিএসই ২০২১-২০২২ অর্থবছরের “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন” তহবিলের জন্য সংরক্ষিত ৯০ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার একটি চেক গতকাল বুধবার তারিখ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ এহছানে এলাহী এর কাছে হস্তান্তর করেন৷

এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি৷ চেক হস্তান্তর করেন ডিএসই’র শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া৷ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব আহসান হাবিব, কাজী মামুন, নাদিয়া আফরিন লিজা এবং ডিএসইর শ্রমিক কল্যান ফানডের হিসাব রক্ষক মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠান৷

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে জেমিনী সী ফুড; ২য় ইন্ট্রাকো রিফুয়েলিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫০ কোটি ১৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৪ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩২ কোটি ৮৪ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ৩১ কোটি ৬৬ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ২৯ কোটি ৫৩ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ২৫ কোটি ৭৫ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ২৩ কোটি ৬৪ লাখ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২৭ কোটি ৭২ লাখ ও ইস্টার্ন হাউজিং লিমিটেড ২২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

  1. জেমিনী সী ফুড
  2. ইন্ট্রাকো রিফুয়েলিং
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  5. নাভানা ফার্মা
  6. রূপালি লাইফ ইন্সুরেন্স
  7. লাফার্জহোলসিম
  8. ইউনিক হোটেল
  9. প্রগতি লাইফ ইন্সুরেন্স
  10. ইস্টার্ন হাউজিং লিমিটেড।

দুই এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে । তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৫৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৯৮ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭১টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সী ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, মেঘনা লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, রূপালি লাইফ ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টে, প্রগতি লাইফ ইন্সুরেন্স ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৫৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট। বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের পঞ্চম বাজেট, টানা ১৫তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

২০২৩-২৪ অর্থ-বছরের জন্য বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেট ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। তা সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা, যা গত অর্থবছর ছিল ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে দুপুরে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

জাতীয় সংসদে সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। আকারের দিক থেকে এটিই হবে দেশের বৃহত্তম বাজেট।

‘স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই প্রতিপাদ্যে বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জাতীয় নির্বাচনের বছরে অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা করতে সরকারের উন্নয়ন কার্যক্রমের বিশাল বর্ণনা তুলে ধরবেন অর্থমন্ত্রী।

আগামী অর্থবছরে তিন হাজার ৯০০ কোটি টাকা অনুদানসহ আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ তিন হাজার ৯০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১৩ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম///