মনোস্ফল পেপারের নগদ লভ্যাংশ বিতরণ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ শিল্প খাতের কোম্পানি মনোস্ফল পেপার প্রসেসিং লিমিটেড ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২৩ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রবির শেয়ারের ফ্লোর প্রাইস উঠছে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটার ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর উঠে যাচ্ছে আজ মঙ্গলবার। আজ থেকে কোম্পানিটির শেয়ার স্বাভাবিক লেনদেনে ফিরবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

রবি জানিয়েছে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার হচ্ছে।

বিএসইসি গত ৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় জানিয়েছিল, লভ্যাংশ ঘোষণা–পরবর্তী রেকর্ড তারিখের পর থেকে কোম্পানিটির শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে। আজ সোমবার রেকর্ড তারিখের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল শেয়ারবাজারে।

গত ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয় রবি আজিয়াটা। এ লভ্যাংশের দাবিদার নির্ধারণের জন্য কোম্পানিটি রেকর্ড তারিখ নির্ধারণ করে আজ ১৮ মার্চ। রেকর্ড তারিখ শেষে আগামীকাল থেকে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিটি। আর এদিনই ফ্লোর প্রাইসমুক্ত হচ্ছে কোম্পানিটি। ২০২২ সালের জুলাইয়ে শেয়ারবাজারের পতন ঠেকাতে শেয়ারের দাম বেঁধে দেয় বিএসইসি, যেটি ফ্লোর প্রাইস নামে পরিচিত। রবি আজিয়াটার ফ্লোর প্রাইস ছিল ৩০ টাকা। এই দামেই দীর্ঘদিন আটকে ছিল রবির শেয়ারের দাম।

গত ১৯ জানুয়ারি থেকে ধাপে ধাপে শেয়ারবাজার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয় বিএসইসি। তারই অংশ হিসেবে বহুজাতিক রবি কাল থেকে ফ্লোর প্রাইসমুক্ত হতে যাচ্ছে। ফ্লোর প্রাইস উঠে গেলেও কোম্পানিটির শেয়ারের দামের উত্থান–পতনে স্বাভাবিক নিয়মে অনুযায়ী সীমা আরোপিত থাকবে। তাতে এক দিনে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম////

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের স্পেস ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ক্রিষ্টাল ইন্স্যুরেন্স লিমিটেড অফিস স্পেস ক্রয় করবে। বিমাটির পরিচালনা বোর্ড সভায় রাজধানীর গুলশানে অবস্থিত এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটি সেখানে ৩৭০০ বর্গফুটের অফিস স্পেস ক্রয় করবে।

অফিস স্পেস কিনতে বিমাটির কত টাকা ব্যয় হবে তা জানানাে হয়নি।।

নিয়ন্ত্রক সংস্থাদের অনুমোদন পাওয়ার পরেই অফিস স্পেস ক্রয় করবে ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গরুর মাংস ৫০০ টাকার কমে বিক্রি সম্ভব : ভোক্তার ডিজি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাঁদাবাজিসহ নানা হয়রানির বন্ধ হলে ৫০০ টাকার নিচে এক কেজি গরুর মাংস বিক্রি করা সম্ভব বলে মনে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

সোমবার রাজধানীর মিরপুরে উজ্জ্বল গোশত বিতান পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, চামড়ার দাম যৌক্তিক মূল্যে বিক্রি এবং হাট থেকে গরু কিনে বাজারে আনা পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হলে, মাংসের দাম অনেক কমবে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় কম দামে মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন অনেকে।

অতি মুনাফা না করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে দেশের অন্য ব্যবসায়ীরাও এমন উদ্যোগ নিতে পারেন।
এসময় ভোক্তা অধিকারের মহাপরিচালক আরও জানান, রোজায় কোনো ব্যবসায়ীর মাধ্যমে যেন ক্রেতারা প্রতারিত না হয়, সেজন্য সারাদেশে প্রতিদিন ৫০-এর বেশি টিম কাজ করছে। অভিযানের ফলে বাজারে শসা, লেবু ও বেগুনের দাম কমছে।

স্টকমার্কেটবিডি.কম///

বিআরটিসি এখন লাভজনক প্রতিষ্ঠান : চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসির) একসময়ে অলাভজনক প্রতিষ্ঠান হলেও বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনটি জানান বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, বিআরটিসি একসময়ে অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান। লাভের পাশাপাশি সেবা বাড়ানোর চেষ্টায় আমরা কাজ করছি। অনেকে আমাকে প্রশ্ন করেন, বিআরটিসির যাত্রী কমেছে কি না। কিন্তু না, বর্তমানে দ্বিগুণ হয়েছে যাত্রী, আয়ও হচ্ছে দ্বিগুণ।

তিনি বলেন, গত বছরের তুলনায় যাত্রী ২৫ শতাংশ বেড়েছে। আগে আমরা ছয় কোটি ৩০ লাখ টাকা বেতন দিয়েছি। তাও আবার চার মাস আগের বকেয়া বেতন। কিন্তু বর্তমানে আমরা ১০ কোটি ৬৩ লাখ টাকা বেতন দিচ্ছি। প্রতি মাসের বেতন প্রতি মাসের ১ তারিখে দিয়ে দিচ্ছি। বেতন-বোনাস সবই পরিশোধ করছি। এ ছাড়া বকেয়া বেতন-বোনাসও পরিশোধ করছি।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, এখন আমরা লাভজনকভাবে যাত্রা শুরু করেছি। আমরা একটা ওয়েতে আছি, আমাদের অনেক দূর যেতে হবে। ইতোমধ্যে কক্সবাজারের নতুন ডিপো লাভে চলছে, যেখানে অনেক পুরোনো ডিপো এখনো লাভের মুখ দেখেনি।

মো. তাজুল ইসলাম বলেন, স্মার্ট স্কুল সার্ভিস চালু হতে চলছে ঢাকায়। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আমরা বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করব।

স্টকমার্কেটবিডি.কম/////

বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দাবি শ্রমিকদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দফা দাবি জানিয়েছে এই শিল্পে কর্মরত শ্রমিকরা।

সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

প্রাক-বাজেট সভায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) কর্তৃক বিড়ি শিল্পে শুল্ক বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রান্তিক শ্রমিকদের বড় একটি অংশ বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। সমাজের অসহায়, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বন্যা কবলিত জনগণ, শারীরিক বিকলাঙ্গসহ সুবিধা বঞ্চিত শ্রমিকদের অন্নসংস্থানের একমাত্র মাধ্যম এই বিড়ি শিল্প। কিন্তু বিভিন্ন সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে বিড়ি শিল্পে বারবার মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধি করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি প্রাক-বাজেট সভায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) বিড়ি শিল্পকে ধ্বংস করতে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে বৃদ্ধি করে ২৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। যা দেশের লক্ষ লক্ষ সুবিধা বঞ্চিত শ্রমিকের অন্নসংস্থান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। বিদেশি এজেন্ডা বস্তবায়ন করতে দেশীয় শিল্প ও শ্রমিকদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়ে আসছে আত্মা ও প্রজ্ঞা।

তারা আরো বলেন, বিড়ি শিল্প দেশীয় শ্রমিকবান্ধব শিল্প। অসম শুল্কের ভারে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। ফলে বিড়ি কারখানায় নিয়োজিত শ্রমিকরা কর্ম হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সুতরাং বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করার দাবি জানাচ্ছি।

তাদের দাবিগুলো হলো:

১. ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা।

২. প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা।

৩. বিড়ি এবং সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা।

৪. অনলাইন লাইসেন্সধারী বিড়ি ফ্যাক্টরিগুলোকে কমপক্ষে মাসে এক কার্টুন (৫ প্যাকেট) ব্যান্ডরোল উত্তোলন নিশ্চিত করা।

৫. নকল বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনে সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক মো. হারিফ হোসেন, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি মো. সাদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. গোল্ডেন সন
  2. ফুয়াং সিরামিকস
  3. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  4. লাভেলো আইসক্রিম
  5. সেন্ট্রাল ফার্মা
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. বেস্ট হোল্ডিংস
  8. এস এস স্টিলস
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. আফতাব অটোস ।

লেনদেনের শীর্ষে গোল্ডেন সন; ২য় স্থানে ফুয়াং সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফুয়াং সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা।

গোল্ডেন হার্ভেষ্ট এগ্রোর ১৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ৬৮ লাখ, সেন্ট্রাল ফার্মার ১২ কোটি ৪১ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১২ কোটি ৩৪ লাখ, বেস্ট হোল্ডিংসের ১১ কোটি ৮৪ লাখ, এস এস স্টিলসের ১১ কোটি ৫৫ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৪৩ লাখ ও আফতাব অটোসের ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আবারও বেড়েছে আলুর দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি ২৯টি ভোগ্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। এখন উল্টো আলুর দাম বেড়েছে। সরকার নির্ধারিত দাম ২৮ টাকা হলেও গত দুই দিনে কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ৩৫ টাকায়।

রবিবার রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও হাতিরপুল বাজারে গিয়ে দেখা গেছে, সাদা ও লাল দুই ধরনের আলু বিক্রি হচ্ছে যথাক্রমে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, হিমাগারগুলো থেকে বাজারে আলুর সরবরাহ কমেছে। ফলে পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম ৩-৪ টাকা বেড়ে গেছে। এতে খুচরা বাজারেও দাম বেড়েছে।
মালিবাগ কাঁচাবাজারের এক দোকানি বলেন, পাইকারি বাজারে আলুর দাম বাড়ায় খুচরায় এই পণ্যের দাম বেড়েছে। দুই দিন আগেও প্রতি কেজি আলু ৩৫ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন তা ৪০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে অল্প কয়েক দিনের মধ্যে আলুর দাম আরও বেশি বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই ব্যবসায়ী।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এক মাস বন্ধের পর গত ৯ মার্চ আবারও বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত বন্দর দিয়ে ৩ দিনে ৭টি ট্রাকে ১৫৬ টন আলু আমদানি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

দুই এক্সচেঞ্জেই সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৪২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫১৪ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩০টির আর অপরিবর্তিত আছে ৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গোল্ডেন সন, ফুয়াং সিরামিকস, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, বেস্ট হোল্ডিংস, এস এস স্টিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আফতাব অটোস ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬১.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯২৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৫৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৯৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইষ্টার্ণ ব্যাংক ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি