শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টানা দর বাড়ার লাগাম টানার চেষ্টা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মাসের বেশি সময় ধরে কোম্পানিটির দর ও লেনদেন ছিল উর্ধ্বমূখী।
তবে কোম্পানিটির সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। আজ কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে।
ডিএসইকে এ দর বাড়ার কারণ নেই বলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
ডিএসই সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ৫৩.৪০ টাকা। যা গতকাল ৬ জানুয়ারি দর বেড়ে দাঁড়িয়েছে ৭৪.১০ টাকা। এসময় মাত্র ৩/৪ কার্যদিবসে দর কমলেও বাকি দিবসে শেয়ারটির দর টানা বেড়েছে।
ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই।
এ সময় এমারেল্ড ওয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এমএ