শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের শেয়ার অর্ধবার্ষিকে (মে-অক্টোবর, ১৪) মুনাফা বেড়েছে। কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১৪ কোটি ৩৪ লাখ টাকা। এ সময়ে মুনাফা বেড়েছে ১ কোটি ৩৯ লাখ টাকা। অর্ধবার্ষিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা।
এদিকে গত ৩ মাসে (আগস্ট-অক্টোবর, ১৪) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৬ কোটি ৯৭ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৬ কোটি ৫৫ লাখ টাকা। আর ইপিএস করেছিল ৫৫ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এলকে