শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসার লিমিটেড অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। ৩ কোটি টাকার লোকসান থেকে ৫ কোটি টাকা মুনাফা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর) অর্ধবার্ষিকে বেঙ্গল উইন্ডসারের করপরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৫০ লাখ টাকা, এসময় ইপিএস দাঁড়িয়েছে ২.০৫ টাকা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯ কোটি ৪৭ টাকা। আর শেয়ার প্রতি লোকসান ছিল ১.২৫ টাকা।
উল্লেখ্য, গত ৩ মাসে (অক্টোবর, ১৪ –ডিসেম্বর, ১৪) কোম্পানির মুনাফা হয়েছে ৭ কোটি ৬৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১.০১ টাকা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯২ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এএআর