স্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ এমনটাই জানাই ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ৪ কার্যদিবস ধরে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা থেকে ৮ টাকা ২০ পয়সা পর্যন্ত। অর্থ্যাৎ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ১২ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।
এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা থেকে ১০ টাকা ৩০ পয়সা পর্যন্ত। আজ রোববার শেয়ারটি সর্বশেষ লেনদেন হচ্ছে ৮ টাকা ৭০ পয়সা দরে।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/সি