লেনদেন শুরুর আধা ঘণ্টার পরেই কোনো বিক্রেতা ছিল না অলটেক্স ইন্ডাস্ট্রিজের। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
বাজারদর অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত অলটেক্সের স্ক্রীনে সর্বশেষ ৬ লাখ ২৬ হাজার ৪৯৭টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না।
হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ২৬ টাকা ৮০ পয়সায়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর