শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ নিজেদের প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্সের সাথে একীভূতকরণের এ সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ একীভূতকরণে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১টি শেয়ারের বিপরীতে অলটেক্স ফেব্রিক্সের শেয়ারের পরিমাণ ধরা হয়েছে ০.৩০টি। কোম্পানি দুটির নিট সম্পদমূল্যের উপর ভিত্তি করে এ অনুপাত নির্ধারণ করা হয়েছে।
একীভূতকরণের সিদ্ধান্তটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাসমূহ এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে একীভূতকরণের বিষয়টি কার্যকর হবে।
চলতি বছরের শুরু থেকে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করছে কোম্পানিটি। এই একীভূতকরণ কার্যকর হবে ১ জুলাই থেকে।
স্টকমার্কেটবিডি.কম/এলকে