শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৬৬.৩৯ শতাংশ। আগের হিসাব বছরের অর্ধবর্ষের তুলনায় চলতি বছরের অর্ধবর্ষে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানি শেয়ারপ্রতি আয় (কনসলিডেটেড) করেছে ৩.২৫ টাকা। আগের বছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.২২ টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৬৬.৩৯ শতাংশ।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী আইডিএলসির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৬৭ টাকা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.৪০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি