আইসিবির ভারপ্রাপ্ত এমডি ইফতেখার-জামান

mdনিজস্ব প্রতিবেদক :

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন ইফতেখার উজ জামান। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনও ওয়েবসাইটে এমডি হিসেবে ফায়েকুজ্জামানের নাম রয়েছে।

এর আগেও তিনি একই প্রতিষ্ঠানের ডিএমডি ছিলেন। আর এর মাধ্যমে বিদায় নিলেন টানা পাঁচবার দায়িত্বে থাকা মো. ফায়েকুজ্জামান।

২০১০ সালের অক্টোবরে এক বছরের চুক্তিতে প্রথম নিয়োগ পান মো. ফায়েকুজ্জামান। এরপর চার দফা তার চুক্তির মেয়াদ বাড়ে। সরকারি এ প্রতিষ্ঠানে পঞ্চমবারের মতো এমডির দায়িত্ব পালন করেছেন মো. ফায়েকুজ্জামান। দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানের ইতিহাসে এটি নজিরবিহীন।

এদিকে আইসিবি থেকে বিদায় নিলেও এখনও ওয়েবসাইটে এমডি হিসেবে ফায়েকুজ্জামানের নাম রয়েছে। তবে এ ব্যাপারে মুখ খুলতে রাজি নন আইসিবির বর্তমান কর্মকর্তারা।

প্রসঙ্গত, দেশের শেয়ারবাজারের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইসিবি। তবে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে বিভিন্ন কোম্পানির শেয়ার মূল্য প্রভাবিত করা, দুর্বল কোম্পানি বাজারে নিয়ে আসা এবং সরকারি ইক্যুইটি অ্যান্ড এন্টারপ্রেনিয়র ফান্ডে (ইইফ) দুর্নীতির অভিযোগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *