আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। এই ফান্ডের আকার ধরা হয়েছে ২০ কোটি টাকা।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪০তম সভায় এই প্রসপেক্টাস অনুমোদন করা হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, যার মধ্যে ফান্ডের পুরাতন ইউনিট হোল্ডাররা পাবে ১৭ কোটি ৮৭ লাখ টাকা। আর ২ কোটি ১৩ লাখ টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে।
আইসিবি এএমসিএল ইসলামিক ফান্ডের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের তথ্য অনুযায়ী নীট সম্পদ মূল্য হয়েছে ১৭ কোটি ৮৭ লাখ টাকা। আর ইউনিট প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৭ পয়সা।
এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর