সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫৬৩ কোটি টাকার হয়েছে। গত বৃহস্পতিবারে চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। সেদিন লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৫২ লাখ টাকা।
এর ফলে চলতি বছরে প্রথমবারের মতো টানা দুই দিন ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলো ডিএসইতে।
অপরদিকে দিনশেষে ডিএসইএক্স সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৩৭৩.৬৫ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নেয়া ৩০৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯ টির, কমেছে ১১৫ টির ও অপরিবর্তিত রয়েছে ২৫ টির দর।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, শাশা ডেনিমস, এমজেএল বাংলাদেশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়র্ড, সাইফ পাওয়ার টেক, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, সামিট পোর্ট অ্যালায়েন্স এবং বারাকাত পাওয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর