বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের নতুন কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারো লেনদেনের শীর্ষে অবস্থান করছে। চলতি সপ্তাহের প্রথম দুই দিন কোম্পানিটি শীর্ষ অবস্থান হারালেও আজ আবার শীর্ষে উঠে এলো।
উলেখ্য, গত সপ্তাহের ৫ কার্যদিবসেই কোম্পানিটি ডিএসই তে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২৪টাকা ২০ পয়সায় লেনদেন শুরু করে। এদিন শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয় ২৪ টাকা ৫০ পয়সা দরে। দিনশেষে শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা কমে সর্বশেষ ২৩ টকায় লেনদেন হয়েছে।
এদিন কোম্পানির ৩৮ লাখ ৯৬ হাজার ৫৯১ টি শেয়ার সর্বমোট ২ হাজার ১০২ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ১৮ লাখ টাকা।
এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজিস, লাফার্য সুরমা, গ্রামীনফোন, এমজেএল বিডি লিঃ,অগ্নীসিস্টমেস লিঃ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, স্কয়ায়ার ফার্মা, সিভিও পাট্রোকেমিক্যাল রিফাইনারি লিঃ এবং বেক্সিমকো।
সিঅ্যান্ডএ টেক্সটাইলের অনুমোদিত মূলধন রয়েছে ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৭৫ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার রয়েছে ১৭ কোটি ৫০ লাখ।
স্টকমার্কেটবিডি.কম/টি/এএআর