আলীবাবার ৮০০ কোটি ডলারের বন্ড ঘোষণা

alibabস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের জন্য ৮০০ কোটি মার্কিন ডলারের বন্ড ইস্যু করার পরিকল্পনা করেছে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা।
গত দুই মাস আগে মার্কিন শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (IPO) ইস্যু করে প্রতিষ্ঠানটি রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহের পর এবার টেক জায়ান্ট এই কোম্পানি বন্ড বিক্রির পরিকল্পনা নিয়েছে।

এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে এই অর্থ সংগ্রহ করা হবে। আগামী সপ্তাহে এ বন্ড বিক্রি হতে পারে বলে শুক্রবার রয়টার্স, বিবিসি ও ব্লুমবার্গের খবরে জানানো হয়েছে।

ইতোমধ্যে কোম্পানিটি ডাচ ব্যাংক, জেপি মর্গান, সিটিগ্রুপ ও মর্গ্যান স্ট্যানলির সাথে এ ব্যাপারে আলোচনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাস আগে যুক্তরাষ্ট্রে গনপ্রস্তাবে (আইপিও) মোটা অংকের তহবিল সংগ্রহ করে আলিবাবা। চলতি সপ্তাহেও প্রতিষ্ঠানটি মাত্র একদিনে চীনে ৯০০ কোটি ডলারের পণ্য বিক্রি করে; যা অনলাইনে একদিনের হিসেবে সবচেয়ে বেশি। এরপরই প্রতিষ্ঠানটি এই বন্ড বিক্রির পরিকল্পনা করেছে।

সূত্র- বিবিসি
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *