আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার বা বোর্ড সভা আগামীকাল বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদের সভা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৩ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানের পক্ষে অনিবার্য কারণে তা পরিবর্তন করে নতুন সময়-সূচী নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামীকাল ৪ মার্চ বুধবার বিকেল ৪টায় ইউনিয়ন ক্যাপিটালের পর্ষদসভা যথারীতি অনুষ্ঠিত হবে।
সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর