ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হবে হবে ১৯ ফেব্রুয়ারি। ইস্যু ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আইপিও আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হবে।
গত ১৮ জানুয়ারি বিদ্যুত্ উত্পাদনকারী কোম্পানিটির আইপিও আবেদন জমা নেয়া শুরু হয়। চলে ২২ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর