শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বা বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।
গত ২০১৩ সালে ইউসিবিএল ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেবছর ইপিএস ছিল ৩ টাকা ৬৬ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ