ইউসিবিএলের সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেডে কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে । সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মোবাইলে আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ব্যাংকটি এ সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে। সাবসিডিয়ারি কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫ কোটি টাকা।

পরিশোধিত মূলধনের ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে ইউসিবিএল। প্রয়োজনীয় আইনগত বিষয়াদি সম্পন্ন করার পর সাবসিডিয়ারি কোম্পানি গঠন করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *