শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের লিমিটেড বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য লভ্যাংশে এ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ না দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
এ বছরে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫.৫৮ টাকায়।
আগামী ২৮ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ১৬ জুন।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর