শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের মুনাফা বাড়লেও ইপিএস বা আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি তুং হাইয়ে ইফাদ অটোসের কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৯২ পয়সা। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছরের এই প্রান্তিকে কোম্পানিটির এ আয় কমেছে আর মুনাফা বেড়েছে।
এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী এই মুনাফার পরিমাণ ছিল ১৮ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১ টাকা ৯৭ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর