শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইফাদ অটোসের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ কার্যদিবসে ইফাদ অটোসের শেয়ার দর দুই দিন বাদে প্রতিদিন বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৩.৬০ টাকা । গত ২৫ মার্চ এ শেয়ারের দর ছিল ৬০.৮০ টাকা এবং সোমবার এর দর দাঁড়ায় ৭৪.৪ টাকায়।
এ সময়ের মধ্যে এ কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর