স্টকমার্কেট ডেস্ক :
বুক বিল্ডিং পদ্ধতিতে একমি ল্যাবরেটরিজের প্রাথমিক নির্দেশক মূল্য নির্ধারণের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রস্তাব দাখিলের সময় বৃহস্পতিবার শেষ হয়েছে। দাখিল করা দর প্রস্তাব পর্যালোচনা করে একমির নির্দেশক মূল্য ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
পরবর্তী সময়ে একমি ল্যাবরেটরিজের বিডিংকৃত নির্দেশক মূল্য অনুমোদনের জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া হবে। কমিশন সার্বিক দিক বিবেচনা করে তা চূড়ান্ত অনুমোদন দেবে। এর পর কোম্পানিটির শেয়ার কত টাকায় লেনদেনযোগ্য তা নির্ধারণের জন্য বিডিং শুরু হবে।
এর আগে গত ১৩ অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বয়ে রোড শো অনুষ্ঠিত হয়। ওই রোড শো শেষ হওয়ার পর ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইস্যু ম্যানেজার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও একমি ল্যাবরেটারিজের কাছে এ সব অফার লেটার জমা দেওয়া হয়।
স্টকমার্কেটবিডি.কম/এআর/সি