সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
মঙ্গলবার বিএসইসির ৫৬৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইরি নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদনে সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাব (কনসুলিডেটেড কাস্টমারস একাউন্ট) পৃথকভাবে না রেখে সিকিউরিটিজ আইন লংঘন করা হয়েছে। এছাড়া সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলের ঘাটতি থাকাও আইনের লংঘন। নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করার মাধ্যমেও কমিশনের নির্দেশনার লংঘন করা হয়েছে।
এসবের প্রেক্ষিতে কমিশন সভায় এনসিসিবি সিকিউরিটিজকে জরিমানা করার পাশাপাশি আগামী ৩১ জানুয়ারি ২০১৬ এর মধ্যে সমন্বিত গ্রাহক হিসাব হালনাগাদ করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ