শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি এপোলো ইস্পাত লিমিটেডের গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি।
গত ৪ মে এপোলো ইস্পাতের শেয়ারের দর ছিল ১২ টাকা ১০ পয়সা। ১৭ কার্যদিবস শেষে ২৭ মে কোম্পানির শেয়ারের দর বেড়ে ১৬ টাকা ৭০ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা।
এ সময়ে শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
স্টকমার্কেটবিডি.কম/এইচ