শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের পরিচালকদের যেন শেয়ার বেচার হিড়িক লেগেছে। আজ বুধবার এই কোম্পানির ৫ পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও এমারেল্ডের ৪ উদ্যোক্তা পরিচালক তাদের হাতে থাকা বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, এই কোম্পানির ৩ পরিচালক মোট ৬৪ লাখ ১৫ হাজার বোনাস শেয়ার বেচবেন। এর মধ্যে পরিচালক স্বজন কুমার বসাক ৫৫ হাজার শেয়ার, সাঈদ হাসিবুল গণি গালিব ৫ লাখ ৮১ হাজার এবং অমিতাভ ভৌমিক ৫৫ হাজার শেয়ার বেচবেন।
এই পরিচালকদের মধ্যে স্বজন কুমার বসাকের কাছে ১১ লাখ, সাঈদ হাসিবুল গণি গালিবের কাছে ১ কোটি ১৬ লাখ ২০ হাজার এবং অমিতাভ ভৌমিকের কাছে ১১ লাখ শেয়ার রয়েছে।
এছাড়া এমারেল্ড অয়েলের আরও দুই উদ্যোক্তা শেয়ার বিক্রি করবেন। উদ্যোক্তাদের মধ্যে সাঈদ মাহবুবুল গণি ৩৭ হাজার ৫০০ শেয়ার এবং ফারহানা গালিব অমি ২ লাখ ৯ হাজার শেয়ার বেচবেন।
জানা গেছে, সাঈদ মাহবুবুল গণির কাছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ শেয়ার এবং ফারহানা গালিব অমির কাছে ৪৩ লাখ ৮৯ হাজার শেয়ার রয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এআর