এসিআইয়ের ইয়ামাহা মটরসের যাত্রা শুরু

indexনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে প্রথমবারের মতো ইয়ামাহা মোটরসাইকেলের ব্যবসা শুরু করেছে এসিআই মটরস। প্রতিষ্ঠানটি আগামী আগস্ট থেকে দেশের বাজারে ১০০ থেকে ১৫০ সিসি মোটরসাইকেলের ব্যবসা শুরু করবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর এসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসিআইয়ের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী, বিজনেস ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, জেনারেল ম্যানেজার প্রকৌশলী আসিফ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার রাজীব নূর প্রমুখ।

সংবাদ সম্মেলনে আনসারী বলেন, এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর যন্ত্রাংশের ডিস্ট্রিবিউটর হিসেবে ইয়ামাহা মটর গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যা জুন থেকে কার্যকর রয়েছে। ১০০ থেকে ১৫০ সিসি মোটরসাইকেলের দাম দুই লাখ ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা থাকবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *