প্রকৌশল খাতের কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার বিকাল সোয়া ৩টায় এ কোম্পানির বোর্ড সভায় এই লভ্যাংশ অনুমোদন দেয় কোম্পানিটিন পরিচালনা বোর্ড।
এই বোর্ড সভায় ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর