এস আলম সাবসিডিয়ারির বিদ্যুত্ উৎপাদন শুরু

s alomনিজস্ব প্রতিবেদক :

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড। কোম্পানিটির ৭০ শতাংশ শেয়ারের মালিক প্রকৌশল খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এস আলম কোল্ডরোল্ড স্টিলস লিমিটেড।

কোম্পানি সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভায় বিদ্যুত্ কোম্পানিটির ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্লান্টের বাণিজ্যিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। নিজস্ব ইস্পাত প্লান্টে ব্যবহারের পর বাড়তি বিদ্যুত্ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। সক্ষমতার সদ্ব্যবহার করতে পারলে এস আলম পাওয়ার জেনারেশনের বার্ষিক টার্নওভার দাঁড়াবে ১০৮ কোটি টাকা।

বিদ্যুত্ প্লান্ট সম্পর্কে কোম্পানি জানায়, ওসাকাভিত্তিক সজিত্জ করপোরেশনের কাছ থেকে দুটি ব্র্যান্ড নিউ ওয়ার্টসিলা ডব্লিউ ২০ ভি ৩২ জিডি মেশিন কিনেছে তারা। আনুষঙ্গিক অন্যান্য ব্যয়সহ এখন পর্যন্ত প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি ৪৫ হাজার ৪৫৫ টাকা।

৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এস আলম কোল্ডরোল্ড স্টিলস। সে বছর কোম্পানিটির নিট মুনাফা গেল হিসাব বছরে আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ২০১৫ হিসাব বছরে এর কর-পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ৭ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২৩ পয়সা। ২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সে বছর নিট মুনাফা ছিল ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা, ইপিএস ৯৮ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (অক্টোবর-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৪ পয়সা, এক বছর আগে যা ছিল ৮৭ পয়সা। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ২১ পয়সা।
ডিএসইতে সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সায় এস আলম স্টিলসের শেয়ার কেনাবেচা হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২৩ থেকে ৩৩ টাকার মধ্যে ওঠানামা করে।

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ইস্পাত কোম্পানিটি শেয়ারবাজারে আসে ২০০৬ সালে। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৩৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভ ৫৩ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪৮ দশমিক ৫ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৬ দশমিক ৬১ ও বাকি ২৪ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *