শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের প্রতিষ্ঠান ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ৩৩ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগামী ১১ জুনে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০ জুন নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়াটা কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্যকারণবশত ১১ জুন এজিএমটি অনুষ্ঠিত হবে না। আগামী ২০ জুন এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
২০১৪ সালের সমাপ্ত অর্থবছরের এই ৩৩তম এজিএমটি নারায়নগন্ঞ্জের রূপগন্ঞ্জের মুরাপারায় কােম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
স্টকমার্কেটবিডি.কম/এনএ