ওয়ালস্ট্রিটে লেনদেনে এগিয়ে যোগাযোগ ও স্বাস্থ্য খাত

wall stস্টকমার্কেট ডেস্ক :

দিনের চতুর্থ সেশনে রেকর্ড সুচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে আমেরিকার শেয়ারবাজার ওয়ালস্ট্রিট । এদিন যোগাযোগ ও স্বাস্থ্য খাতের শেয়ারে দর ও লেনদেন বেড়েছে।

সোমবার যোগাযোগ ও স্বাস্থ খাতের শেয়্বারর দাম এবং মোট লেনদেনের পরিমান উল্লেখযোগ্য হারে বেড়েছে । দিনশেষে The Dow Jones Transportation Average ১.৩ শতাংশ হারে বেড়ে দাড়িয়েছে ১৭৬১৩.৭৪ পয়েন্ট। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রেল ও বিমান খাতের শেয়ার।

অন্যদিকে S&P 500 বেড়েছে  ৩.৬ শতাংশ, দিনশেষে এই সুচক দাঁড়িয়েছে ২,০৩৮ পয়েন্ট।

S&P500 সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে Union Pacific এর শেয়ার মুল্য ১.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে শেয়ার প্রতি ১২০ ডলার। এ ছাড়া JetBlue’র শেয়ার দর ৪.২ শতাংশ বেড়ে প্রতি শেয়ারের মুল্য ১৩.০৯ মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, আমেরিকার বাজারে তেলের মুল্য হ্রাস পাওয়ার রেলওবিমানসহ যোগাযোগ খাতের অন্যান্য শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।

সুত্র- রয়টার্স ।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *