শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২ উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই কোম্পানির ২ পরিচালক মোট ৮ লাখ ৬৯ হাজার ৭০৯টি বোনাস শেয়ার বিক্রি করেছেন।
পরিচালক শাখাওয়াত হোসেন তার কাছে থাকা ৫৯ লাখ ৮৯ হাজার ৩৯৭ শেয়ারের মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৪৯০ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
আরেক পরিচালক শহীদুল ইসলাম তার কাছে থাকা ৩৫ লাখ ৭৭ হাজার ৪১৮ শেয়ারের মধ্যে ৩ লাখ ২৫ হাজার ২১৯ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
গত ১ মার্চ এই উদ্যোক্তা পরিচালকরা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/এইচ