কমেছে সূচক আর লেনদেন ১৮৪ কোটি

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারের সূচক পতনকে যেন কোনো ভাবেই থামছে না। আগের দিনের মতো আজ সপ্তাহের প্রথম দিনেও আবার পতন হয়েছে। রবিবার দিনশেষে মূল্য সূচকের সাথে কমেছে টাকার অংকে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ১৮৪ কোটি টাকার।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। এদিন লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসে ছিল ২০৬ কোটি ৫৭ লাখ টাকা।

গত সপ্তাহে একদিন মঙ্গলবার ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। এই প্রবণতা দেখে বুধবার অনেকে হাতে থাকা শেয়ার বেশী দরে বেচার ঘোষণা দেন। ফলে বিক্রয়চাপ কিছুটা বেড়ে যায়। এ অবস্থা আজও বিদ্যমান ছিল বাজারে।

এ দিন ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, আমরা টেকনোলজিস, সিএ্যান্ডএ টেক্সটাইল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, ফার্মা এইড, সিভিও পেট্রোকেমিক্যাল, অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ ও অলটেক্স ইন্ড্রাস্ট্রিজ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ২০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির।

এদিন লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *