শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটালস লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানায়। ডিএসই সূত্রে এ তথ্র জানা যায়।
বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ আগষ্ট শেয়ারটির দর ছিল ৮০ টাকা। যা গতকাল ২৬ আগষ্ট দাঁড়িয়েছে ৯২ টাকার উপরে। এসময ২৩ ও ২৪ আগষ্ট কোম্পানিটির দর কমেছে। বাকি কার্যদিবসের শেয়ারটির দর টানা বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২৬ আগষ্ট ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সমরিতা হসপিটালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ