শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেএণ্ডকিউয়ের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল ২০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ আগস্ট এ শেয়ারের দর ছিল ১১.৩০ টাকা এবং ২০ সেপ্টেম্বর এ শেয়ারের দর দাঁড়ায় ১৫.৪০ টাকা। এসময় কোম্পানিটির শেয়ারের দর উঠানামা করে। উক্ত কার্যদিবসের মধ্যে দর বেড়েছে ৪.১০ টাকা। শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ