শেয়ারবাজারে তালিকাবুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) ২ সহযোগী প্রতিষ্ঠান আদালতের রায়ে কেপিপিএল’র সাথে একত্রিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, খুলনা পাওয়ারের সহযোগী ২টি প্রতিষ্ঠান- খান জাহান আলী পাওয়ার কোম্পানি ও খুলনা পাওয়ার কোম্পানি ইউনিট টু লিমিটেডকে মূল কোম্পানির (কেপিসিএল) সাথে সংযুক্ত করার জন্য উচ্চ আদালতে আবেদনের প্রেক্ষিতে গত ৩ মার্চ আদালত এর অনুমোদন দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিষ্ঠান ২টির সব লাইসেন্স, অনুমতি ও সম্পদের দায়ভার কেপিসিএলকে গ্রহণ করতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এলকে/সি