শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং এণ্ড ম্যানুফেকচারিং লিমিটেডের শেয়ারের দর কোনো কারণ ছাড়াই বাড়ছে। সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
বিশ্লেষণে দেখা যায়, গত ৪ জানুয়ারি শেয়ারটির দর ছিল ১১ টাকার কাছাকাছি। গতকাল ১২ জানুয়ারি বেড়ে হয় ১৪.৫০ টাকা। এ সময়ের মধ্যে দর উঠানামা করলেও শেয়ারটির দর মাত্র এক দিনই কমেছে। বাকি দিনগুলো শেয়ারটির বৃদ্ধি পায়।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ঢাকা ডায়িং জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে